
জামালপুর প্রতিনিধি:
গাজীপুরে নির্মমভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিবের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর আল বশীর, কোষাধ্যক্ষ হাসান আলী, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাজিদ, কার্যনির্বাহী সদস্য পারভীন আক্তার, সুমন মিয়া, সাগর আলী, মীর প্লাবন লাভলু, শামিম মিয়া, শফিকুল ইসলাম, আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এই নির্মম হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। তারা বলেন, তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এ সময় সরকারের প্রতি আহ্বান জানানো হয়, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে হবে