
এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা সিরাজসিংগা গ্রামে টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। এর ফলে একাধিক পরিবার ছয় দিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, ঘরবাড়ি, আঙিনা ও রাস্তাঘাট সবই হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধতার ফলে অনেক পরিবার ঘর থেকে বের হতে পারছে না, রান্না করতে পারছে না — এমনকি পর্যাপ্ত খাবারও জোটেনি অনেকের।
পানিবন্দি হাফিজুর রহমান বলেন, ৬ দিন ধরে ভাত খেতে পারিনি। বারি বৃষ্টি হইতাছে, পানি নামবার কোনো রাস্তা নাই। চারপাশে মাছের ঘের, সেগুলা সব পানি আটকায়া রাখতেছে।
তিনি আরও জানান, সরকারি সড়কের ওপর পর্যন্ত হাঁটুসমান পানি জমেছে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় দিন দিন অবস্থা আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
সোমবার সকালে পরিস্থিতির খবর পেয়ে রামনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। তিনি পানিবন্দি পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং দ্রুত পানি নিষ্কাশনের উপায় খুঁজে বের করতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করেন।
পরে মঙ্গলবার সকালে ইউনিয়ন জামায়াত ইসলামী’র আইন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ও হাফিজুর রহমানের উদ্যোগে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ধীরে ধীরে পানি কমতে শুরু করে এবং পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যায়।
স্থানীয়রা এ উদ্যোগের জন্য জামায়াত নেতা কামরুজ্জামানকে ধন্যবাদ জানিয়েছেন।