Tuesday, October 14, 2025

যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের প্রতিবাদী সমাবেশ

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

চট্টগ্রাম বন্দর বিদেশীদের নিকট ইজারা দেওয়ার উদ্যোগ ও রাখাইনে মানবিক করিডোর দেওয়ার চক্রান্ত বন্ধ, সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য্য ও বাউল আখড়ায় হামলা বন্ধ করার দাবিতে এবং শাহাজাদপুর রবিঠাকুরের কাছারি বাড়ি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের বিচার এবং মব সন্ত্রাস বন্ধের দাবিতে যশোরে স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে যশোর টাউন হল ময়দানে প্রতিবাদী সমাবেশ শেষে সন্ধ্যায় শহরে মশাল মিছিল বের হয়।
স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন যশোরের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বামজোটের প্রতিনিধি শাহজাহান আলী, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংস্কৃতিজন বাসুদেব বিশ্বাস, জুলাই আন্দোলনের নেতা ইমরান খান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা, রাখাইনে মানবিক করিডোরের নামে দেশ বিক্রির চক্রান্ত দেশপ্রেমিক জনতা মেনে নেবে না। পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট, ভাস্কর্য্য ও বাউল আখড়ায় হামলা বন্ধ করার দাবিতে এবং শাহাজাতপুর রবিঠাকুরের কাছারি বাড়ি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ভাঙ্গার মধ্যে দিয়ে দেশে সাম্প্রদায়িক শক্তি মাথা উঁচু করার চেষ্টা করছে। আর এসব ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান হচ্ছে না। উপরন্তু বন্দর ইজারা, মানবিক করিডোর বা মব সন্ত্রাস নিয়ে তাদের বক্তব্য জাতিকে আশাহত করেছে। কারণ মানুষ যে স্বপ্ন নিয়ে জুলাই অভ্যূত্থানে অংশ নিয়েছিল; এসব পদক্ষেপ সেই স্বপ্নের পিঠে ছুরিকাঘাতের মতো। নেতৃবৃন্দ সকল দেশবিরোধ চক্রান্ত রুখে দিতে এবং সাম্রাজ্যবাদীদের বিষদাঁত উপড়ে ফেলতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশের শুরুতে উদীচী যশোর, সুরধূনী পুনশ্চ ও বাউলিয়া সংঘের শিল্পীরা গণসংগীত পরিবেশন করে। এরপর শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। সভা শেষে শ্লোগানমুখর মশাল মিছিল বের হয়। কয়েকশ’ নারী পুরুষ মশাল নিয়ে শহর প্রদক্ষিণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি : রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর...

বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার বারুইপাড়া এলাকায় “বারুইপাড়া সোনালী উন্নয়ন সংঘ”-এর উদ্যোগে “বৃক্ষ বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার...