Sunday, August 24, 2025

কুলটিয়ায় তিন ফসলি জমিতে অ/বৈধ ঘের খননে অ/ভিযান  ইউএনও নিশাত তামান্নার

Date:

Share post:

এমদাদুল হক মনিরামপুর:
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে তিন ফসলি জমিতে অবৈধভাবে ঘের খননের অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না। শনিবার (১৪ জুন ২০২৫) সকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কুলটিয়া ইউনিয়নের একটি এলাকায় ফসলি জমিতে অনুমোদনহীনভাবে ঘের খননের কাজ চলছিল। খবর পেয়ে ইউএনও নিশাত তামান্না তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করলে ঘের খননকারীরা এস্কেভেটর ও মাটি বহনকারী যানবাহন ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে ইউএনও নিশাত তামান্না বলেন, ফসলি জমি ধ্বংস করে ঘের খননের কোনো সুযোগ নেই। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং নিয়মিত মামলার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এ ধরনের বেআইনি কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একজন কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, এইভাবে যদি ঘের খনন চলতে থাকে, তাহলে একদিন কৃষকদের চাষ করার মতো জমি থাকবে না। মনিরামপুরে এমনিতেই অনেক জায়গায় এক ফসলও উঠছে না। বছরের পর বছর পানির নিচে ডুবে থাকে জমি। একসময় যেখানে তিন ফসল হত, এখন সেখানে একটিও ফসল ফলছে না।
উল্লেখ্য, কুলটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিল বিলবোকড়—যেখানে একসময় সেচের জন্য পানির সংকট থাকত, আজ তা সারা বছরই পানিতে তলিয়ে থাকে। ফলে ওই এলাকার কৃষকেরা তাদের জমিতে চাষ করতে পারছেন না। এই ধরনের অনিয়ন্ত্রিত ঘের খনন কৃষি জমির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ইউএনও নিশাত তামান্নার এই সাহসী ও সময়োপযোগী অভিযানের ফলে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এরকম অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

চি’রনিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের আনোয়ারুল ইসলাম

মোঃ এমদাদ মাগুরা থেকে: সাবেক অতিরিক্ত জেনারেল পোস্ট মাস্টার, মাগুরা শ্রীপুর উপজেলার তখলপুর গ্ৰামের সুযোগ্য সন্তান ও হাট দারিয়াপুর সম্মিলনী...

ঝিনাইদহ-যশোর মহাসড়ক জমি-ভবনের ন্যায্য মূল্যের দা’বিতে সংবাদ স’ম্মেলন

হুমায়ুন কবির , কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবী...

খাগড়াছড়িতে ৩৩ লাখ টাকায় নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক শুভ উদ্বোধন করেন করেছেন...

রামনগরে বিএনপি’র নতুন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ চলমান কার্যক্রমে জ’রুরি সভা 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে বিএনপি'র তৃণমূল পর্যায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ...