
রংপুর জেলা প্রতিনিধি:
প্লাস্টিক দূষণ আর নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর এর উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
রবিবার (১ জুন) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সম্মুখে “প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই” এই দাবিকে সামনে রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক রংপুর সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য। বক্তব্য রাখেন সহ-সভাপতি প্রফেসর মো: শাহ আলম, সদস্য অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, জনস্বাস্থ্য অধিকার আন্দোলন বাংলাদেশ এর আহ্বায়ক মো. বেলাল আহমেদ, ইয়েস প্রতিনিধি বিক্রম কুমার শর্মা ও তাসলিমা আক্তার মিম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতার পাশাপাশি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা অত্যন্ত জরুরি। তারা শ্যামাসুন্দরী খালকে দূষণমুক্ত ও প্লাস্টিকমুক্ত করা, পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ এবং অবৈধ ইটভাটা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
এ সময় উপস্থিত সকলে পরিবেশ রক্ষায় নানা দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং টিআইবি’র পরিবেশ বিষয়ক ধারণাপত্র বিতরণ করা হয়।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সনাক সদস্য সামসাদ বেগম, মো: সিদ্দিকুর রহমান, মো: জাহাঙ্গীর আলম, নিশাত আরা বেগম, মোহাম্মদ শাহজাহান, সমাজকর্মী মোশফেকা রাজ্জাক, টিআইবি’র রংপুর ক্লাস্টারের কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহাসহ সনাকের ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
প্রায় অর্ধশতাধিক ব্যক্তি মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং অধিকার আদায়ে নিজ নিজ অবস্থানে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।