
খাগড়াছড়ি প্রতিনিধি:
মাহা সাংগ্রাই উপলক্ষে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল মারমা খেংসা একতা যুবক সংঘ ক্লাব আয়োজনে কুড়াদিয়াছড়া ফসলি মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ নং ভাইবোনছড়া ইউনিয়নে চেয়ারম্যান সুজন চাকমা।
এসময় মারমা খেংসা একতা যুবক সংঘ ক্লাবের উপদেষ্টা আরেমং মারমা সভাপতিত্বে অতিথি হিসেবে মেম্বার স্বর বিকাশ ত্রিপুরা, হেডম্যান পাড়া কারবারী কংচাইরী মারমা, মহিলা কারবারী সানাইউ মারমা, সহকারী শিক্ষক রিপন চাকমা।
এর আগে হাজার হাজার মানুষের ভিড়ে আনন্দ উল্লাসে উচ্ছাসে বলী খেলা হয়।
বলি খেলায় ইতায়ন চাকমাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সৃজন চাকমা। খেলায় খাগড়াছড়ি স্থানীয় ১৯ জন বলী অংশ গ্রহন করেছে। রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় কনসার্ট ও লটারি ড্র হয়েছে।