
এমদাদুল হক মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ৪ নম্বর ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে এক বনভোজনের আয়োজন করা হয়। এই আয়োজনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বনভোজনটি পরিচালনা করেন মাস্টার শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রবীণ ও শ্রদ্ধেয় নেতা মাস্টার মতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, মোল্লা মিজান, সেলিম হোসেন, আরিফুল ইসলাম আরিফ এবং শামীম রেজা সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, নববর্ষের এই মিলনমেলা শুধু আনন্দের নয়, বরং এটি দলীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির একটি মাইলফলক। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, এই বনভোজনের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয়েছে এবং সকলের অংশগ্রহণে এটি একটি সফল ও স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়েছে।