
মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজলী কলেজিয়েট স্কুলের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিককে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক। তিনি শিক্ষার মানোন্নয়নে তার দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক এসোসিয়েট প্রফেসর শওকত হোসেন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান লাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা নরুল হোসেন ও কাজলী কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্লা বদরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আনিচুর রহমান, আহম্মেদ মল্লিক, আঃ হান্নান মোল্লা, আরিফ মল্লিক, এডভোকেট আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল বিশ্বাস, মোঃ সাহিন মিয়া, ইবনে আজম জোয়াদ্দার এবং হাসানুর রহমান।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র ও অভিভাবকরাও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।
সারা অনুষ্ঠান জুড়ে ছিল এক আনন্দঘন পরিবেশ এবং সম্মানিত অতিথিদের উপস্থিতি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সংশ্লিষ্টদের গভীর ভালোবাসার পরিচয় তুলে ধরে।