
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এসব অভিযোগ তুলেছেন।
জানা যায়, ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের মৃত গোলাম রসুল মোড়লের ছেলে আবু জাফর নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন। তবে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছেন।
৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “আবু জাফর আমাদের কাছ থেকে মৌখিকভাবে বিদায় নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। এটা শুধু আমরা নই, এলাকার জনগণও জানে। তাহলে সে এখন আবার কিভাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হলো?”
এ বিষয়ে তারা যশোর জেলা বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।