
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে চাতাল সংলগ্ন ব্রিজ উন্মুক্তকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা গেটের সামনে ডিসি রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন শৌলমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিনু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৌলমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারের অবহেলার কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে। দ্রুত এটি উন্মুক্ত করার দাবি জানান তারা।