
শ্রীনগর প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ ঈদগাঁ মাঠ সংলগ্ন বাসাইলভোগ মৌজার একটি জমিতে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে।
উক্ত জমির সি এস খতিয়ান নং ৭৮০, ৭৮১; এস এ খতিয়ান নং ৪৬৭, ৪৬৮; আর এস খতিয়ান নং ২৫, ৩১ এবং সি এস ও এস এ দাগ নং ৫২৩; আর এস দাগ নং ৩৯৭। জমির প্রকৃতি “নাল”, মোট পরিমাণ ৩৯ শতাংশ, যার মধ্যে ২৩.১৫ শতাংশ জমি নিয়ে মুন্সিগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (মামলা নং ৬১/২০১৭) চলমান।
অভিযোগ উঠেছে, ড্রেজার ব্যবসায়ী মিন্টু রাতের আঁধারে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে উক্ত জমি ভরাট করছেন।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলাম বলেন, “আমি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যেন আদালতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির অবৈধ দখল ও ভরাট বন্ধ করা হয়।