
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদায় বৃহত্তম ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং ১১ নং রামনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান শামীমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ইসহাক এবং সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর ইমাম।
সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন, মিজানুর রহমান বাবলু, সিরাজ মোল্যা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত হোসেন সাগর, জেলা নারী ও শিশু বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন ও আলমগীর হোসেন আলম, সদর উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মিনু, ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন সর্দার, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হিমু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দিন, সদস্য সচিব কৃষ্ণ পদ বিশ্বাস, ছাত্রদলের সভাপতি মামুন হোসেন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ রামনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।