
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২,৩১৪ জন অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
২১ মার্চ (শুক্রবার) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রতিজন উপকারভোগীর হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রামপ্রসাদ, ইউপি সচিব মিজানুর রহমান, ট্যাগ অফিসার এস.এম. আশিক আহমেদ, ইউপি সদস্য মোরশেদ উদ্দিন মনু, শরিফুল ইসলাম মিন্টু, রফিকুল ইসলাম, গাজী রিয়াজ উদ্দিন, মারুফ হোসেন তরু, মেহেদী হাসান, জাইদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, নাজনীন সুলতানা, ঝরনা খাতুনসহ গ্রাম পুলিশের সদস্যরা।
ট্যাগ অফিসার এস.এম. আশিক আহমেদ জানান, “রামনগর ইউনিয়নের ২,৩১৪ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে চাল বিতরণ করা হয়েছে। সরকার এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে সকল অসহায় মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে পারে।
চাল বিতরণকালে উপস্থিত ব্যক্তিরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।