
চাপা কষ্ট
চম্পা বিশ্বাস
নীরব বেদনায় ভাসে মন
শব্দহীন এক রাতের গায়,
কেউ বোঝেনা হৃদয়খানি
চাপা কষ্ট ব্যথায় রয়।
হাসির আড়ালে কান্নার ছায়া
গভীর রাতে জেগে রই,
নিজেকে লুকিয়ে রাখি চুপচাপ
কেউ যেন না বোঝে দুঃখময়।
স্বপ্নগুলো হারিয়ে স্মৃতিগুলো
পড়েছে আকাশের মেঘে ঢাকা,
কষ্টের সুর বাজে হৃদয়ে
ভালোবাসা রয়েই গেল ফাঁকা।
তবু ভোরের আশায় থাকি
একদিন হবে সব ঠিক,
চাপা কষ্ট মুছে গিয়ে
আবার উঠবে রোদের দিক।