
আরিফা হক, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে একটি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মামুন মিয়া ও তার স্ত্রী রাবেয়া লাভলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পরদিন, পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। ফিরে এসে দেখেন, তাদের ঘরবাড়ি লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে। তাদের অভিযোগ, ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের এক চিহ্নিত নেতার নির্দেশেই এই হামলা সংঘটিত হয়।
রাবেয়া লাভলী জানান, হামলার পর তিনি আর্মি ক্যাম্পে অভিযোগ করেন এবং ক্যাপ্টেন সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো তারা আতঙ্কে আছেন, বাড়িতে ফিরতে পারছেন না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, হামলাকারীরা যে কোনো সময় তাদের জানমালের বড় ক্ষতি করতে পারে।
তিনি আরও জানান, গাজীপুর শহরের শীববাড়ি মোড়ে স্থানীয় যুবদল নেতা মাহমুদ হাসান রাজু ও তার পিতার সঙ্গে জমি নিয়ে তাদের মামলা মহামান্য হাইকোর্টে চলমান। তিনি অভিযোগ করেন, জাল-জালিয়াতির মাধ্যমে রাজু তার জমি দখল করতে চায় এবং ভয়ভীতি দেখাচ্ছে। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৬৮/০২/২০২০), যেখানে আব্দুল মান্নান মিয়া ওরফে মহন ও তার ছেলে মাহমুদ হাসান রাজুকে আসামি করা হয়।
রাবেয়া লাভলী বলেন, তিনি একজন নারী উদ্যোক্তা এবং তার স্বামী একজন ঠিকাদার। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তাদের “ফাতেমা কন্সট্রাকশন” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে, যা বাংলাদেশ ধান গবেষণা, কৃষি গবেষণা, এলজিইডি ও জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের কাজ করেছে। এছাড়া, “রাবেয়া-লাভলী এক্সপোর্ট-ইম্পোর্ট সাপ্লায়ার” নামে তাদের একটি ব্যবসা রয়েছে, যার মাধ্যমে বিদেশি পণ্য আমদানি ও বাজারজাত করা হয়।
তিনি বলেন, ব্যবসার স্বার্থে তারা সব মহলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও, রাজু ও তার সহযোগীরা ষড়যন্ত্র করে তাদের সম্পত্তি দখল করতে চাচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি, যারা নাম প্রকাশ করতে চাননি, তারাও স্বীকার করেছেন যে রাবেয়া লাভলী ও তার স্বামী ভালো মানুষ এবং তাদের বিরুদ্ধে যা ঘটছে, তা ষড়যন্ত্রের অংশ।
রাবেয়া লাভলী ও তার স্বামী এই হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেছেন।