
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর সদর উপজেলার সতীঘাটা আশরাফুল মাদারিস মাদ্রাসার মসজিদ চত্বরে কামালপুর গ্রামের বাসিন্দা মুজিবর রহমান (মুজি) ড্রাইভার (৬০)-এর জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) যোহর নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন মুজিবর রহমান। ঐ দিন রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিবহন সংস্থা সমিতি-২২৭ সভাপতি মামুনুর রহমান বাচ্চু, সহ-সভাপতি আবু হাসান ও রবিউল ইসলাম লবিন, সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন মিন্টু গাজী, প্রচার সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, যশোর ফায়ার সার্ভিসের এডি মামুনুর রহমান রশিদ, বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু, মিনি বাস সমিতির সভাপতি মোসলেম আলী পাপ্পু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ।
এছাড়াও রামনগর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আশরাফুল মাদারিস মাদ্রাসার শিক্ষা সচিব সাব্বির আহমেদ, স্থানীয় মুসল্লি এবং আশপাশের এলাকার বহু মানুষ জানাজায় অংশ নেন।
জানাজার নামাজ পরিচালনা করেন সতীঘাটা কামালপুর ক্যাডেট মাদ্রাসার মুহতামিম অজিহুর রহমান এবং দোয়া পরিচালনা করেন কামালপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুহতামিম সাইফুল ইসলাম। জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।