
হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম বাণিকান্ত মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মরহুম আফসার মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল।
উদ্বোধনকালে শহিদুল ইসলাম সাইদুল বলেন, “খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। দীর্ঘদিন পর এ মাঠে আবার খেলা শুরু হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাই। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।”
আয়োজক কমিটির সমন্বয়ক সাইফ মাহমুদ জানান, টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।