
আশিক মোংলা (বাগেরহাট):
মোংলা, ২১ ফেব্রুয়ারি ২০২৫: আমদানিকৃত চিঁটাগুড় (Molasses) প্রথমবারের মতো মোংলা বন্দর থেকে রেলযোগে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে। আজ সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০টি ওয়াগনে লোড করে ট্রেনটি যাত্রা শুরু করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন ১৯ মোংলা বন্দরে ৫,৫০০ মেট্রিক টন চিঁটাগুড় নিয়ে আসে। মালামাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়।
এবারই প্রথমবারের মতো মোংলা থেকে রেলপথে সিরাজগঞ্জে চিঁটাগুড় পরিবহন করা হচ্ছে। আজকের চালানে ১০৫০ টন চিঁটাগুড় ৩০টি ওয়াগনের মাধ্যমে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পাঠানো হয়েছে। অবশিষ্ট চিঁটাগুড় ধাপে ধাপে সড়ক ও রেলপথে পরিবহন করা হবে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।