
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরে কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের র্যালিটি বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন ও র্যালি
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন গাজী, ভোজগাতি ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, মিজানুর রহমান, সহকারী শিক্ষক-কর্মচারীসহ শিক্ষার্থীরা।
বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন
একই দিনে রামনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা র্যালি শেষে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল আজিজ, সদর উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবল, যুগ্ম আহ্বায়ক সিরাজ মোল্লা, বিএনপি নেতা আলতাব হোসেন সরদার, মুস্তাফিজুর রহমান টগর, যুবদলের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান ডালিম, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলা, ৮ নং ওয়ার্ডের সভাপতি ডাঃ আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সকালে
ভোজগাতি ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া, রামনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে।