
ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
ফ্রি মেডিকেল ক্যাম্প: প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-এর নিজস্ব অর্থায়নে সারাদেশের মতো যশোরের রূপদিয়া বাজারেও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি (বুধবার) আশা ব্রাঞ্চের আয়োজনে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। আশা রূপদিয়া স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআরএম হারুন আর রশিদ ও আফতাব হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী ও পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ফিজিওথেরাপি, ওষুধ বিতরণ ও ব্লাড সুগার পরীক্ষা করানো হয়, যা স্থানীয় জনগণের জন্য বিশেষ উপকারী ভূমিকা রাখে।
সংস্থাটির এমন উদ্যোগে স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা করেন।
বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে