
মোঃ রিপন হোসেন বগুড়া :
করতোয়া কিংস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল
বগুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের করতোয়া কিংস ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জমজমাট এই খেলাটি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী আবু রাসেলের সভাপতিত্বে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন করতোয়া কিংস ক্লাবের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
উদ্বোধনী ও অতিথিদের উপস্থিতি
ফাইনাল ম্যাচের উদ্বোধক ছিলেন শাজাহান আলী বাঘা। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া শহর বিএনপির সহ-সভাপতি রেজাউল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর
- বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আঃ সোবাহান
- বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ
- করতোয়া কিংস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ
শ্বাসরুদ্ধকর ম্যাচে পাওয়ার এফসি চ্যাম্পিয়ন
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাওয়ার এফসি ১-০ গোলে করতোয়া সুপার কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও খাসি জয় লাভ করে। দর্শকদের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
করতোয়া কিংস ক্লাবের এই আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আয়োজকরা।