
মোঃ মাসুদ আলম, ব্যুরো চিফ, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ তার ৩০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, নবীন বরণ, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, প্রীতি মিলনী, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তোসলিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনারুল ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, সাবেক গভর্নিং বডির সদস্য মোঃ মাসুদ আলম ও মোঃ রফিকুল ইসলাম বাবলু এবং জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল মালেক।
অনুষ্ঠানে অতিথিরা কলেজের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন এবং এর উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি, শিক্ষার মানোন্নয়ন ও কলেজের ভবিষ্যৎ উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।