
ঢাকুরিয়া (মণিরামপুর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—বারপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের হোসেন (২৫) ও আব্দুল কালামের ছেলে মুজাহিদুর রহমান (২৩)।
থানা সূত্রে জানা গেছে, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. হাসান আলী, এএসআই মো. শহিদুল ইসলাম ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শুক্রবার রাতে বারপাড়া-চাপাকোনা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় আসামিদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১)। বর্তমানে আসামিদের থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।