Wednesday, November 5, 2025

বিজিবি’র অভিযানে ভারতীয় পন্য ও মাদকসহ আ’টক-১ অ’বৈধ অনু’প্রবেশের দা’য়ে আ’টক -৭

Date:

Share post:

সাইবুর রহমান সুমন, বেনাপোল প্রতিনিধি:

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০৭ জন বাংলাদেশী নাগরিক আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০১ জানুয়ারি ২০২৫ তারিখে বেনাপোল বিওপি, রঘুনাথপুর বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ সর্বমোট ১৩,১২,৩০০/-(তেরো লক্ষ বারো হাজার তিনশত) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, মোবাইলের ডিসপ্লে, সিগারেট, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের প্রাককালে ০৭ জন (পুরুষ-০৫ জন ও শিশু-০২ জন) বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়। ধৃতঃ আসামীঃ মো: শহিদুল ইসলাম (৩৭) পিতাঃ মো: আবুল কালাম আজাদ গ্রামঃ ঘোপ নওয়াপাড়া পোষ্ট: যশোহর সদর, থানাঃ যশোর সদর জেলাঃ যশোর।

এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকের নাম- (১) সিদ্দিক বিশ্বাস (২২), পিতা- নুর ইসলাম, গ্রাম-পাচকামিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াই, (২) ইয়াসিন বিশ্বাস (২৮), পিতা-হাসান বিশ্বাস, গ্রাম- পাঁচ কানিয়া, থানা- কালিয়া, জেলা- নড়াইল, (৩) সুমন শেখ (১৯), পিতা-মোঃ মশিয়ার সেক, গ্রাম-বাবুপুর, থানা- কালিয়া, জেলা-নড়াইল, (৪) রমজান আলী (৩০), পিতা-হেমায়েত কাজী, গ্রাম-পাঁচ কাউনিয়া, থানা- কালিয়া, জেলা-নড়াইল, (৫) মোছাম্মদ রাবেয়া খানম (০৬), পিতা-রমজান কাজী পাঁচ কাওনিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল, (৬) মোছাঃ মাবিয়া খানম (০৪), পিতা-রমজান কাজী, গ্রাম-পাঁচ কাওনিয়া, থানা-কালিয়া, জেলা-নড়াইল (৭) আলামিন শেখ (২৫), পিতা-আতিয়ার শেখ, গ্রাম- কুলা, থানা-তেরোখাদা, জেলা-খুলনা।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে মির্জা ফখরুল ইসলামের আগমনে মণিরামপুরে শুভেচ্ছা মিছিল-ও লিফলেট বিতরণ

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: ৬ই নভেম্বর, যশোর টাউনহল ময়দানে, সাবেক মন্ত্রী, ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত...

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে আনন্দ মিছিল

রিপন বগুড়া প্রতিনিধি ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হওয়ায় মঙ্গলবার...

যশোরে স্বর্ণের বার’সহ যুবক আ”টক

সোহেল রানাঃ যশোরে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ ওসমান গনি(৩০) নামে এক যুবককে...

মণিরামপুরে কুকুরের আক্র”মনে ৭২ ঘন্টায় মৃ”ত্যু ১আ’ক্রান্ত ১৭জন! সর্বত্র কুকুর আ’তংক

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ দেশের অন্যতম বৃহত্তর উপজেলা যশোরের মণিরামপুরে সর্বত্রই এখন বেওয়ারিশ কুকুর আতংক বিরাজ করছে। কুকুরের আক্রমন...