Tuesday, October 14, 2025

হাসিনা দেশ ত্যাগ করলেও থেমে নেই ষড়যন্ত্র ; নায়েব আমীর

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ, রাজশাহী:

সুদীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজশাহী জেলা পশ্চিম এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(২৮ সেপ্টেম্বর-২০২৪ খ্রি:) জেলা পরিষদ মিলনায়তন, রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যাপক আব্দুল খালেক, আমীর, জেলা পশ্চিম,রাজশাহী, অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্হিত ছিলেন অধ্যাপক মোঃ মুজিবুর রহমান কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য।
সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবর রহমান বলেছেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান পাশ্ববর্তী দেশ ভারতে। সেখানেও তিনি বসে নেই। তিনি একটার পর একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তার কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।

তিনি বলেন, হাসিনা যেই গণহত্যা চালিয়েছে সেটা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম অপরাধ। তার এই গণহত্যা হিটলারকেও হার মানিয়েছেন। তিনি নিজ দেশের শিশু, ছাত্র, অসহায় নারী পুরুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেন।মানুষ দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন তা একমাত্র ফ্যাসিস্ট সরকারের পক্ষেই শুধু সম্ভব।

এজন্য তিনি এদেশের মানুষের কাছে আজীবন ঘৃণার পাত্র হিসেবে থাকবেন। জাতি কখনো ক্ষমা করবেন না।

তিনি বলেন আরও বলেন, পুলিশের বেতনভাতা হয় জনগণের টাকায়। কিন্তু সেই দলীয় পুলিশ জনগণের ওপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। যা কখনই কাম্য নয়। এটি ইতিহাসে জঘন্যতম কাজ। আওয়ামী লীগ তাদের শাসন আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের দলীয় লোকদের বসিয়েছে। তাই সেসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।

জামায়াতের রাজশাহী পশ্চিম জেলার সেক্রেটারী মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অধ্যাক্ষ সাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক রাজশাহী,অধ্যাপক রফিকুল ইসলাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...

মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‎মণিরামপুর প্রতিনিধিঃ সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যোগ! এ প্রতিপাদ্যকে বাস্তবায়নে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস...

আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর এর আমতলায় জেলা...