Wednesday, July 2, 2025

সাধারণ সম্পাদককে হুমকির প্রতিবাদে মনিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রেস ব্রিফিং 

Date:

Share post:

মেহেদি হাসান নয়ন, হরিদাসকাটি প্রতিনিধি :

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম তাজাম্মুলকে সোসাল মিডিয়ায় প্রাণ নাশের হুমকিসহ একাধিক কার্যকরী সদস্যকে বিভিন্নভাবে হুমকির প্রতিবাদে ৩০ অক্টোবর বুধবার সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক এসএম তাজাম্মুল লিখিত বক্তব্যে বলেন, আমরা একতাবদ্ধ কলম সৈনিক স্লোগানকে সামনে নিয়ে ইতিমধ্যে খুব বড়সড় একটা পরিচিতি সভা করতে চাইছিলাম, কিন্তু আগামী ৩১ অক্টোবর পূর্ব ঘোষিত আমাদের পরিচিতি সভাকে কেন্দ্র করে আমাকে ও আমার মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের একাধিক কার্যকরী সদস্যকে বিভিন্নভাবে হুমকি ধামকি ও পরিচিতি সভাকে বানচালের জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রীমহল।

বিগত ১২ অক্টোবর আমাকে নিয়ে (Safayey Alom) নামের একটি ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট পোস্ট শেয়ার করা হয়েছে এবং গত কয়েকদিন ধরে ম্যাসেন্জারে ডাইরেক্ট হত্যার হুমকি দেওয়া হয়েছে। যা সাংবাদিক সমাজের জন্য চরম হতাশাজনক।

ইতিমধ্যে আমি নিজে থানায় উপস্থিত হয়ে একটা লিখিত অভিযোগ করেছি। উল্লেখ্য যে, ওই ফেসবুক আইডি থেকে মণিরামপুরের একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের নামেও ভিত্তিহীন ও মিথ্যা পোস্ট শেয়ার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, এভাবে আমাদের থামিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশে কলম চলবেই।

আমাদের সাধারণ সম্পাদক এসএম তাজাম্মুলকে প্রাণ নাশের হুমকি প্রদানকারীকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি এবং এই ঘৃণিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কোন সদস্যের সাথে কোন চক্রান্ত মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা মণিরামপুরসহ দেশব্যাপী মানববন্ধনের ডাক দেব। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের পরিচিত সভা স্থগিত করা হলো।

পরবর্তী কর্মসূচি জরুরি সভার মাধ্যমে জানানো হবে।এ সময়ে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সুমন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান শাকিল, প্রচার সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুলাহ আল মামুন, নির্বাহী সদস্য মোঃ সাজ্জাদুল ইসলাম মিলন, সদস্য মোঃ নুর ইসলাম নাহিদ, মোঃ আরিফুল ইসলাম, শাওন, মেহেদী হাসান নয়ন, এসএম জাহিদ প্রমূখ।

এ ব্যাপারে মণিরামপুর থানায় দায়েরকৃত অভিযোগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলী হাসান জানান, আপনাদের সহযোগিতা সাপেক্ষে আমাদের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা প্রয়োগে আইডি শনাক্তকরণ ও কুচক্রীমহলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...

নড়াইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার)...