Monday, September 1, 2025

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই গরু উদ্ধার সহ চোর সিন্ডিকেটের ০১ সদস্য গ্রেফতার

Date:

Share post:

রতন শর্মা,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব মোছাঃ রুনা লায়লা তত্ত্বাবধানে ও বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে বোদা থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব আবু মুসা সরকার, এসআই আব্দুর রাজ্জাক, এসআই বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬/০১/২০২৪ খ্রিঃ ০২.৩০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার তেতুলিয়া থানাধীন ধৃত তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম(২৫), পিতা- মোঃ রমিজুল ইসলাম, সাং- ভজনপুর ডাঙ্গাপাড়া, থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় এর বসত বাড়ি সহ পলাতক আসামিদের বসতবাড়ি তল্লাশি করে বাদীর চুরি যাওয়া একটি লাল রংয়ের গাই গরু ও ১টি লাল বাছুর এবং একটি সাদা-কালো রংয়ের গাই গরু উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। সেই সময় ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিগণ পালিয়ে যায়। উল্লেখ্য যে, গত ১২/১/২০২৪ ০০.৩০ ঘটিকার সময় বাদী নিত্যানন্দ কুমার বর্মন (৪৭), পিতা- মৃত সুশিল চন্দ্র বর্মন সাং- আটিয়াগ্রাম, ডাক- নয়াদিঘী ৯নং সাকোয়া ইউপি, থানা : বোদা, জেলা-পঞ্চগড় প্রতিদিনের ন্যায় পরিবারের লোকজন সহ রাতের খাবার খেয়ে তার বাড়ীতে পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভিতর গরু রেখে দরজা তালা বদ্ধ করে ঘুমিয়ে পড়েন। বাদী ঘুমানোর পর প্রকৃতির ডাকে সাড়া পেয়ে ১২/০১/২০২৪ খ্রিঃ ০৫.৩০ ঘটিকার সময় বাহিরে বের হয়ে দেখতে পান যে, তার গোয়াল ঘরের দরজার তালাভাঙ্গা। তিনি তাৎক্ষণিক গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন যে, তার গোয়াল ঘরে রক্ষিত ১টি উন্নত জাতের গাই গরু বাছুরসহ নাই । যার রং- লাল, বয়স- নতুন জুয়ান, যার মূল্য অনুমান- ৯০,০০০/- টাকা। ১টি উন্নত জাতের বাচ্ছি গরু নাই। যার রং- সাদা কালো, বয়স আগর, যার মূল্য অনুমান- ৭০,০০০/- টাকা, উন্নত জাতের ০২টি আড়িয়া গরু নাই। রং- ১টি লাল ও ১টি লাল অংচা, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭৫,০০০+ ৭৫,০০০ = ১,৫০,০০০/-। একটি খাশি ছাগল নাই। রং- কালো, বয়স/শিং- ভুটকা, যার মূল্য অনুমান- ৭,০০০/- নাই। বাদী ডাক চিৎকার করতে থাকলে স্বাক্ষীগণসহ আশে পাশের লোকজন ঘটনাস্থলে আসে। বাদী সাক্ষীগন সহ তার গরু গুলি খুঁজতে থাকে। খোঁজা খুঁজি করে না পেয়ে বাদী বোদা থানায় অভিযোগ আনয়ন করলে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-২০, তারিখঃ ১৬/০১/২০২৪, ধারা-৪৫৭/৩৮০ রুজু করা। মামলার ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করে। চোর সিন্ডিকেটের সদস্য সনাক্ত ও গ্রেফতার করা সহ চোরাই গরু গুলি উদ্ধার হওয়ায় বাদী সহ এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছেন। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা সহ চোরাই অপরাপর গরু ও ছাগল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঘুমিয়ে ছিলো ২ ভাই-বোন সাপের কা’মড়ে ভাইয়ের মৃ/ত্যু পর্যবেক্ষণে বোন

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপ‌জেলায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সা‌পের দংশ‌নে আহত...

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদ রজত জয়ন্তী উদযাপন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ৩১আগষ্ট ২০০০ সালের প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনে হাতি পা পা...

মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা আ/হ/ত- ১

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ আওয়ামী লীগের...

লালনের তিরোধান দিবস জাতীয় দিবস ঘোষণায় কেন্দ্রীয় সাধুসংঘের অভিনন্দন

টাঙ্গাইল প্রতিনিধি: গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণার পর...