Wednesday, July 2, 2025

পূর্ব শত্রুতার জের ধরে ঘের মালিক নিঃস্ব

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোটার :

যশোরের মনিরামপুর পূর্ব শত্রুতার জের ধরে মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকার মাছ মেরে ফেলার অভিযোগ । এ বিষয়ে মনিরামপুর থানায় একটি অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়,বাদী এস এম ইমরান আলীর১৬ শতকের একটি পোনা মাছের ঘের আছে। ঘেরের পাশেই বিবাদী মন্টু খায়ের জমি আছে। জমিজমা ও বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব বিরোধ নিয়ে বিবাদী বাদির মাছের ঘেরের বিদ্যুৎ সংযোগ ও সিসি ক্যামেরার লাইন গোপনে কেটে দেয়।

গত ০৯/০৬/২৩ তারিখে ৭ঃ১০ ঘটিকার সময় বাদীর ঘেরে বিবাদী মন্টু খা প্রবেশ করে ১৬ শতক পোনা মাছের ঘেরে মাছ মারার বিষ ট্যাবলেট প্র‍য়োগ করে।সে সময় বাদীর পাশের ঘেরে কাজ করতে থাকা আমিনুর রহমান ও হাসিনা বেগম বিষয়টি দেখতে পান, দেখতে পেলে বিবাদী মন্টু খা কাপড় দিয়ে মুখ লুকিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করে।পরবর্তীতে স্থানীয় লোকজন বাদীকে সংবাদ দিলে বাদী ঘটনাস্থলে যায়ে দেখে এবং শোনে মাছের ঘেরে নমুনা পলিথিনে সংরক্ষণ করে। বাদীর ঘেরে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আমিনুর বলেন,সকাল ভোর বেলায় আমি বড় ঘেরের মধ্যে ছিলাম আমি তখন দেখি মন্টু খালের মধ্যে দিয়ে ঘের পাড়ে আসে। তখন মাঠে কোন লোকজন নেই। ঘের পাড়ে আসার পরে ঘেরের পূর্ব পাশে বড়ি মারে, তারপর ঘেরর মাঝের দিকে যেয়ে বড়ি মারে তারপর আমার বড় ঘেরের কাছে যায় ,যায়ে বলে তোর কয়টা গরু এতো গোবর তারপর মন্টু চলে গেলো। তারপর আমার ভাইপো মাছের ঘেরে ১৫ মিনিটের মধ্যে আসলে এসে আমাকে বললো কাকা কাকা ওঠো, মাছ হচ্ছে লাফাচ্ছে। আমি আইসা দেখি মাছের মাথা জলের উপরের দিকে মাছ লাফাচ্ছে। হাসিনা বেগম বলেন, মন্টু খা যখন চলে যাচ্ছে তখন তার মুখ গামছা দিয়ে ঢাকা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল।আমার পাশ দিয়ে দ্রুত চলে যায়।

এ বিষয়ে মন্টু খা বলেন, আমি প্রতিদিনের মতো আমি আমার জমিতে গিয়েছিলাম সকাল ৭ টার দিকে জমিতে কাজ করা শেষে হাসিনা বেগম,সাত্তার ও আমিনুর এর সাথে দেখা হয়। আমার হাতে উচতে ছিলো। তারা যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তি হীন। আমাকে পরিকল্পিত ভাবে ফাসানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...

নড়াইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার)...