Thursday, September 18, 2025

নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া

Date:

Share post:

ডেক্স রিপোর্টার:

নিত্যপণ্যের অস্থির মূল্যে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। প্রতিনিয়ত অগ্নিমূল্যের মুখোমুখি হয়ে কেনাকাটায় ভোক্তাদের সব হিসেব-নিকেষ পাল্টে যাচ্ছে। বাজারে আবারও বেড়েছে পেঁয়াজ,আদা ও সবজির দাম। এদিকে সরকারের নির্ধারণ করা চিনির বিক্রয় মূল্যও ব্যবসায়ীরা মানছে না। রবিবার (২২শে মে) যশোরের রেলবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

নতুন ভাতি পেঁয়াজ ওঠার পরও বাজারে ঘাটতির অজুহাতে অসাধু ব্যবসায়ীরা প্রতিনিয়ত দাম বাড়িয়ে চলেছেন। এ সপ্তাহেও কেজিতে আরও ৫টাকা বাড়িয়ে খুচরা দোকানিরা ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন। আদার অবস্থাও একই রকম। গত সপ্তাহে দেশি আদা কেজি প্রতি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছিল, রবিবার ৩৫০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। আলুর দাম বেড়ে ৩৫ টাকায় ওঠার পর আর কমেনি।

সবজির দামও আকাশছোঁয়া। রবিবার রেলবাজারে গাজর প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, সজনেডাটা ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কাকরোল ১০০ টাকা, উচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন,শসা,বরবটি,ঝিঙে, বেগুন প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে নতুন বোরো ধানের চাল উঠেছে। এরপরও চালের দাম কমেনি। রবিবার রেলবাজারে স্বর্ণা চাল প্রতি কেজি মানভেদে ৪৬ থেকে ৪৮ টাকা, বিআর-৪৯ ধানের চাল ৫০ থেকে ৫২ টাকা, বিআর-২৮ ধানের চাল ৫০ থেকে ৫৪ টাকা, মিনিকেট ৫৬ থেকে ৬২ টাকা, বাংলামতি ৬২ থেকে ৬৬ টাকা ও কাজললতা ৫৪ থেকে ৫৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

রেলবাজারে খামারের মুরগির ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে ১২ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২২০, সোনালি মুরগি ৩৩০ টাকা, লেয়ার মুরগি ৩৭০ আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। রেলবাজার রোজার শেষে দাম বাড়ার পর গরুর মাংসের দাম আর কমেনি। রনিবার প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হয়েছে ১০৫০ টাকা।

বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সেলিম হোসেন এ প্রতিবেদককে বলেন, ‘বাড়ি থেকে বাজেট করে বাজারে এসে বাস্তবতায় কেনাকাটায় পরিবর্তন করতে হচ্ছে। প্রতিটা পণ্যই ধরাছোঁয়ার বাইরে। পরিমাণে কমিয়েও এখন বাজার করা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরা সরকারের নির্ধারণ করা চিনির দামও মানছেন না। আমরা সাধারণ মানুষ এসব ব্যবসায়ীদের কাছে জিম্মি। সরকারের তদারকি সংস্থাগুলো মোটেই তৎপর না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

স্বস্তির বৃষ্টিতে সতেজ বোরো আমন ধানের চারা কৃষকের মুখে হাসি

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় থাকা যশোরের আমন ও বোরো ধান চাষিদের মুখে এখন স্বস্তির...

যানজট নি’রস’নে রাস্তা মেরামত প্রশস্তকরণ দ”খল মু’ক্তির কার্যক্রম চলছে

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, কামরাঙ্গীরচর, ঢাকা: ৫৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ সাইফুল ইসলাম বলেছেন, হাজী মোঃ...

মোহাম্মদপুরে মোবাইল ও টাকা চু”রির অ”ভিযো’গে যুবককে পি/টি/য়ে হ”ত্যা

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে...

পূজা উদযাপন ফ্রন্টের মণিরামপুর আহ্বায়ক কমিটি ঘোষনা

মণিরামপুর প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মণিরামপুর উপজেলার জন্য জেলার মূল কমিটি না থাকায় ৫১ সদস্য বিশিষ্ট আংশিক...