
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে একসাথে দুই ব্যক্তির জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আলম গাজী (৬৫) শনিবার রাতে ফরিদপুরের আটরশি মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান। একই গ্রামের সিরাজুল ইসলাম (৭৫) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাত আনুমানিক ২টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমদের জানাযার নামাজে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মতিয়ার রহমান, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি সাত্তার দফাদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাযার নামাজ পরিচালনা করেন ঢাকুরিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও মরহুম সিরাজুল ইসলামের ছেলে হাফেজ জিয়াউর রহমান। নামাজ শেষে মরহুমদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁরা স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।