
আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দিনব্যাপী নানা আয়োজন করে, যার মধ্যে ছিল ছেলে ও মেয়েদের থ্রোবল টুর্নামেন্ট, স্কুল-কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মসূচি ও আনন্দ র্যালি।
টুর্নামেন্টে ছেলেদের বিভাগে বাংলাদেশ জেল ও মেয়েদের বিভাগে গাজীপুর ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে ক্রীড়া, সাংবাদিকতা ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে খেলাগুলো উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম আল মামুনের তত্ত্বাবধানে আয়োজিত এ উৎসবে রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এবং খেলাধুলার মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলে।