Tuesday, November 25, 2025

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানির উদ্যোগে যশোর বাঁচতে শেখা হল রুমে স্বাস্থ্য সেবা ও ৪ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

Date:

Share post:

তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানির উদ্যোগে যশোর বাঁচতে শেখা হল রুমে স্বাস্থ্য সেবা ও ৪ বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 
মোঃ ওয়াজেদ আলি স্টাফ রিপোর্টারঃ
‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম! এই স্লোগানকে সামনে রেখে  যশোরে তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড উদ্যোগ  যশোর বাঁচতে শেখা হল রুম সুস্থ থাকার চারটি পদক্ষেপ  ১।  পরিষ্কার করন, ২। শক্তিশালী করন ৩। ভারসাম্য রক্ষা। ৪।  ব্যায়াম করন ও  স্বাস্থ্য সেবা বিষয় নিয়ে মার্কেটিং এবং কোম্পানি বিভিন্ন সুযোগ-সুবিধা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১রা এপ্রিল) দিনব্যাপী যশোর তিয়ানশি বাংলাদেশ কোম্পানি যশোর বাঁচতে শেখা অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড যশোরে ৭ স্টার হাফেজ আরশাফ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তিয়ানশি কোম্পানি লিমিটেডের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা বক্তব্য প্রদান করেন, তিয়ানশি ( বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটার জনাব মোঃ আব্দুর রহিম খান। এই সময়  তিয়ানশি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড এর স্বাস্থ্য ও মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করেন, ৮ স্টার জনাব মোঃ  আব্দুল গফুর, ৮ স্টার প্রভাষক আবু মুসা ৭ স্টার পলাশ কুমার দাস, ৭স্টার আবুবক্কার, ৭স্টার ফারুক হোসেন, ৭স্টার জামাল হোসেন, ৭ স্টার আবু সাঈদ, ৬ স্টার মোহাম্মদ রাজু আহমেদ   অনুষ্ঠান আর উপস্থিত ছিলেন তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ডিস্ট্রিবিউটারা। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য আরও বলেন, তিয়ানশি পণ্য সরাসরি চীন থেকে পরিচালিত তিয়ানশি  কোম্পানি পণ্যগুলো কোন ওষুধ নয়। এগুলো মূলত  বিশ্বমানের প্রাকৃতিক ফাংশনাল ফুড।
প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে এগুলো খাওয়া ও ব্যবহার করা যায়। তবে তিয়ানশির পণ্যসমুহ স্বাস্থ্য খাদ্য পণ্য যা কোন ঔষধ বা মেডিকেল সামগ্রী নয়। রোগী বা অসুস্থ ব্যাক্তিরা চাইলে প্রচলিত চিকিৎসার পাশাপাশি পথ্য হিসেবে তিয়ানশি প্রাকৃতিক সাস্থ্য সম্পুরক খাদ্য পণ্য গ্রহন করার মাধ্যমে সুস্থতা লাভ করতে পারেন বলে জানাযায়। তিনি আরো বলেন দৃষ্টি ভঙ্গি বদলান জীবন বদলে যাবে,চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হও। অনুষ্ঠানে শেষে ৪ স্টার  ৫স্টার ৬ স্টার ৭ স্টার ডিস্ট্রিবিউটারদের ফুলের শুভেচ্ছা জানাই। পরিশেষে অনুষ্ঠানে প্রধান অতিথি তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ব্রোঞ্জ লায়ন ডিস্ট্রিবিউটার মোঃ আব্দুর রহিম খান ৪ স্টার ডিস্ট্রিবিউটার এবং জাতীয় দৈনিক ভোরের চেতনার পত্রিকার যশোর জেলা জার্নালিস্ট  মোঃ ওয়াজেদ আলী কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কালীগঞ্জে এলজিইডির আড়ায় কোটি টাকার কাজে ব্যাপক অনি”য়মে ক্ষু’ব্ধ এলাকাবাসী

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসনহাটী থেকে সানবান্ধা পর্যন্ত ১০০০ মিটার এলজিইডির "ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন "...

কালীগঞ্জে ১৬ টি কক”টেল ধ্বং”স করল বো”ম্ব ডিসপো”জাল ইউনিট

হুমায়ুন কবির, কালীগঞ্জ(ঝিনাইদহ)  : ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬ টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা...

ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদর বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ 

রিপন বগুড়া জেলা প্রতিনিধি ঃ রবিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান...

দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতি”বাদে বি’ক্ষোভ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দেশের বন্দর ও টার্মিনাল বিদেশীদের কাছে লিজ দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে যশোরে বিক্ষোভ সমাবেশ...