Monday, September 1, 2025

রৌমারীতে ভাসমান কাঠের সেতু ভাসিয়ে দিলো এলাকাবাসী 

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে রেহাই পেতে জিঞ্জিরাম নদীর ওপর ভাসমান সেতু ভাসিয়ে দিলো এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ধর্মপুর ও বংশীপাড়া এলাকার একদল চেরাকারবারী সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ফাঁকি দিয়ে আড়কির মাধ্যমে সীমান্তে গরু পারাপার করে আসছে। চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে আনা গরু গুলো ওই ভাসমান কাঠের সেতুর ওপর দিয়ে পার করতেন।

স্থানীয়রা সেতুর ওপর দিয়ে গরু পার করতে চোরাকারবারীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতেও তারা বাধা না শোনায় বাধ্য হয়ে এলাকাবাসি সেতুটির বাধন কেটে নদীতে ভাসিয়ে দেয়।

এলাকাবাসীর দাবী সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। খোজনিয়ে জানা যায়, স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও সীমান্তের পূর্ব কাউয়ারচর, পশ্চিম কাউয়ারচর, তেকানি গ্রাম, ধর্মপুর, নওদাপাড়া, চরবোয়ালমারী, হরিণধরাসহ ১২ গ্রামের ১৩ হাজার মানুষ ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা ছিলো অবহেলিত।

তাদের দূভোর্গের বিষয় জানতে পারে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্যের সহযোগিতায় এলাকাবাসি সীমান্তে জিঞ্জিরাম নদীর ওপর ১২০ ফুট দৈঘের্যর একটি ভাসমান কাঠের সেতু নির্মাণ করে দেওয়ায় এলাকার মানুষ অনেক আনন্দিত।

তবে সীমান্তের চোরাকারবারীরা সেই সেতু দিয়ে অবৈধ্য পথে আনা গরুগুলো পার করায় সেতুটির বিভিন্ন জায়গায় ভেঙ্গে যায়। এতে নতুন করে দূর্ভোগের সৃষ্টি হয়। ফলে চোরাকারবারিরা যাতে ওই সেতু দিয়ে গরু পার করতে না পারে, তাই এলাকাবাসি সেতুটি ভাসিয়ে দেয়।এলাকাবাসি আব্দুর রাজ্জাক ও আলম মিয়া জানান, দীর্ঘদিন পর স্থানীয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় পারাপারের সুবিধার্থে ভাসমান কাঠের সেতু দেওয়া হয়।

কিন্ত চোরাকারবারিরা ভারত থেকে পাচার হওয়া গরু এই সেতু দিয়ে পার করতো। শতবাধা দিলেও তারা মানতো না বরং আমাদের উল্টো ভয়ভীতি দেখাতো। তাই এলাকাবাসি রাগে ক্ষোভে ও চোরাকারবারির হাত থেকে রেহাই পেতে সেতুটির রশির বাধন কেটে ভাসিয়ে দেয়।

দাঁতভাঙ্গা ইউপি সদস্য জাকির হোসেন চোরাচালানের বিষয়টি সত্যতা শ্বীকার করে বলেন, সেতু থাকলেও চোরাচালান হবে, না থাকলেও হবে। তবে তাদের জন্য সেতু ভেসে দেয়নি।

অনেক সময়ে সেতুতে কুচুরিপানা জমা হলে সেতু খোলে দিয়ে পানাগুলো ভাটির দিকে সরিয়ে দেওয়া হয়। তারপরেও আমি খোজখবর নিবো, জনগণ যাতে দূর্ভোগের সৃষ্টিতে না পড়ে। দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার সরকারি নম্বরে ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুরিয়া আওয়ামী লীগ নেতা আশরাফুলকে ছু/রিকা/ঘা/তে হ/ত্যা আ/হ/ত- ১

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১১নং চালুয়াহাটী ইউনিয়নের মোবারকপুর ওয়ার্ আওয়ামী লীগের...

লালনের তিরোধান দিবস জাতীয় দিবস ঘোষণায় কেন্দ্রীয় সাধুসংঘের অভিনন্দন

টাঙ্গাইল প্রতিনিধি: গত ২৭ আগষ্ট ২০২৫ তারিখে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণার পর...

মণিরামপুরে রাস্তা নির্মাণে ব্যা’পক অ”নিয়’ম

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ রাস্তার বামে ডানে শুধু পানি আর পানি। বড় বড় ঘের,পুকুর ও ছোট ছোট ডোবা (খানা)...

মণিরামপুরে ১৭ টি উ”ন্মুক্ত জলসার ৬শত ২৭ কেজি মাছ অ”বমুক্ত

নিজস্ব প্রতিবেদক : যশোর মনিরামপুরে ৩১ শে আগস্ট ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মণিরামপুর উপজেলার সতেরো টি উন্মুক্ত ও...