Saturday, September 6, 2025

তীব্র তাপদাহে পানির স্তর নেমে গেছে ৩৪ ফুট নিচে সু-পেয় পানির হাহাকার যশোরে

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে সারাদেশে তীব্র তাপদাহ রেকর্ড হয়েছে। আর তীব্র তাপদাহে যশোরের ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে ৩৪ ফুট নিচে। যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ এই তথ্য জানিয়ে বলেছেন, বেশিরভাগ এলাকায় পানির স্তর নেমেছে ২৬-৩০ ফুট নিচে। কঠিন হয়ে পড়েছে নলকূপের পানি উঠানো। বৃষ্টি না হওয়ায় খাল, বিল, পুকুর শুকিয়ে কাঠ ও চৌচির হয়ে গেছে। ভূগর্ভস্থ পানিও নেমে গেছে অনেক নিচে। ফলে অগভীর-গভীর অনেক নলকূপ অকেজো হয়ে পড়েছে। খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে তীব্রতর। সেচের জন্যও বেকায়দায় পড়েছেন কৃষকরা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সূত্রে জানা যায়, জেলায় গভীর নলকূপ, সাবমার্সিবল ও তারা টিউবওয়েলের সংখ্যা প্রায় ৬ হাজার। এসব নলকূপ দিয়ে প্রায় ৩০ হাজার হেক্টর আবাদি জমিতে পানি দেওয়া হয়। এ ছাড়া, ৬৩ হাজার ৭৯৩টি শ্যালো ও টিউবওয়েল দিয়ে ১ লাখ ২৩ হাজার ৪৮২ হেক্টর জমিতে সেচ দেন কৃষক। এর বাইরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, পৌরসভার আওতায় আরও কয়েক হাজার গভীর-অগভীর নলকূপ রয়েছে। এসব নলকূপ দিয়ে জমিতে সেচের পাশাপাশি লাখ লাখ মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হচ্ছে পানি।

বিএডিসি যশোরের যুগ্ম পরিচালক (সার) বলেন, পর্যাপ্ত পানির অভাবে ফসলের কাঙ্খিত ফলন বিঘ্নিত হয়। পর্যাপ্ত সার বা কীটনাশক দিয়ে কাঙ্খিত ফলন আশা করা যায় না।

যশোরের জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ আরো বলেন, গত বছর যশোরে পানির স্তর নেমেছে ৩৭ ফুট। এ বছর যশোর সদর উপজেলায় ৩৪ ফুট পানির স্তর নেমেছে। যেখানে পানির স্তর ২৬ ফুটের নিচে নামলে নলকূপে পানি পাওয়া কঠিন হয়ে যায়। তারপরও সদর উপজেলায় ৩৭ ফুট নিচে নেমে গেছে পানির স্তর। বাঘারপাড়া, ঝিকরগাছা ও শার্শা এলাকায় একই অবস্থা দেখা দিয়েছে। অভয়নগর ও মণিরামপুরে পানির স্তর স্বাভাবিক পর্যায়ে আছে।

তিনি বলেন, শুধুমাত্র যশোর সদর উপজেলায় প্রায় ৬ হাজার নলকূপ, সাব মার্সিবল ও তারা টিউবয়েল রয়েছে। এ উপজেলার কয়েক এলাকায় ৩০ থেকে ৩২ ফুটের নিচে পানির উপস্থিতি দেখা গেছে। সামনে পানির স্তর আরও নামতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

যশোর পৌরসভার কর্মকর্তারা বলেছেন, যশোর শহরে বর্তমানে ১২ হাজারেরও বেশি পানির গ্রাহক রয়েছেন। এসব গ্রাহকের প্রতিদিন পানির চাহিদা ২৬ লাখ গ্যালন। এ অবস্থা চলতে থাকলে সামনে পৌর কর্তৃপক্ষ নাগরিকদের কতটুকু পানির চাহিদা পূরণ করতে পারবে তা নিয়ে সংশয়ে রয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, সাধারণত ফাল্গুন মাসের শেষের দিকে এ অঞ্চলে পানির স্তর নিচে নেমে গেলেও এবার একটু আগেই পানির স্তর অস্বাভাবিকভাবে নেমে গেছে। এটি সামনে ভয়াবহ আকার ধারণ করতে পারে।

যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন,‘নদী, খাল, পুকুর ও জলাশয় ভরাট করার কারণে পানির লেয়ার যে রিচার্জ হতো, সেটা হয় না।’

এ অবস্থা থেকে উত্তরণে উপরিভাগের জলাধার সংরক্ষণ জরুরি। সে জন্য ভরাট করা দিঘি গুলো পুনঃখনন করার উদ্যোগ নিতে হবে বলে তিনি জানান।

এম,এম,হোসেন/নিউজ বিডি জার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ ও আলোচনা সভা

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলার ইসলামী সাহিত্য ও সাংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে জমকালো এক শিল্পী সমাবেশ ও আলোচনা...

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ফইম উদ্দিনের বি’দায় সংবর্ধনা অনুষ্ঠিত

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফইম উদ্দিন এর বদলিজনিত বিদায় উপলক্ষে...

মণিরামপুরে রাস্তা নির্মানে অ’নিয়ম ও প্রকৌশলীর তথ্য গো’পনের ত’দন্তে এলজিইডি

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মণিরামপুর উপজেলার জলাবদ্ধতায় নিমজ্জিত অঞ্চলের  চিনেটোলা হতে  নেহালপুর সড়কের কোনাখোলা বাজার পর্যন্ত একটি মাত্র পাকা রাস্তার...

রাসুল (সা.) ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক রাষ্ট্র ব্যাবস্থার রূপকার অধ্যাপক মজিবুর রহমান

মোঃ মাসুদ আলম,  ব্যুরো চীফ রাজশাহী: রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত "আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হযরত...