
মোঃ বুলবুল হোসেন:
সবুজ পৃথিবী ঈশ্বরদী উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির প্রথম সভা গতকাল শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক ঈশ্বরদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আফছার আলী । এছাড়া সবুজ পৃথিবী ঈশ্বরদী শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন। সবাই আলোচনা করেন কিভাবে ঈশ্বরদী উপজেলার পরিবেশ রক্ষা করে সবুজ ঈশ্বরদী গড়ে তোলা যায়। আলোচনার শুরুতে সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ ভিডিওর মাধ্যমে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং প্রথম সভার সফলতা কামনা করেন।