
সোহেল রানাঃ
“বাংলাদেশের পাখি, বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান, বাংলাদেশকে বাঁচান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পাখিদের আবাসস্থল রক্ষার্তে গাছে গাছে কৃত্রিম বাসা টাঙ্গিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শার্শা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন বাবুর উদ্যোগে মা আমেনা সেচ্ছাসেবক দলের আয়োজনে গয়ড়া মেহেরুল্লা হাবিব দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলীর সঞ্চালনায় এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা এসকে ডায়গনস্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল ইউনিয়নের ইউপি সদস্য মনির হোসেন মন্টু,বিশিষ্ট সমাজসেবক কামাল হোসেন, গয়ড়া মেহেরুল্লা হাবিব দাখিল মাদ্রাসার সভাপতি আঃ গফুর, তরুণ সমাজসেবক শিমলা বিশ্বাস সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে আগত অতিথি বৃন্দকে সম্মাননা স্বরূপ আরবি সম্বলিত লেখা ইয়াসিন সূরা প্রদান করা হয়েছে।