Tuesday, November 4, 2025

স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে ইসলামপুরে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

Date:

Share post:

জাবির আহম্মেদ জিহাদঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে দশটায় ইসলামপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে র‍্যালিটি ইসলামপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সহস্রাধিক জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণে শহরের পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

র‍্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের ইসলামপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন শিবিরের সাবেক থানা সেক্রেটারি জুনায়েদ আল হাবিব জিহাদ, সাবেক থানা অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বর্তমান থানা সেক্রেটারি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক আহসানুল বারী আম্মার, ছাত্র কল্যাণ সম্পাদক রহমতুল্লাহ, এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিবির সভাপতি মোঃ আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, *”মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের তরুণ প্রজন্মকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। ইসলামী ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”*

তিনি আরও বলেন, “দেশের চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সঠিক পথনির্দেশনা দেওয়া প্রয়োজন। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তরুণরাই সমাজকে একটি নৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।”

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, এমন একটি দিন উপলক্ষে তারা নিজেদের অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছেন। সাবেক সেক্রেটারি জুনায়েদ আল হাবিব জিহাদ বলেন, *”স্বাধীনতা আমাদের জাতীয় গর্ব। শিবির তার আদর্শ ও কর্মধারার মাধ্যমে তরুণ প্রজন্মকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছে।”*

অর্থ সম্পাদক আহসানুল বারী আমার বলেন, *”আমরা বিশ্বাস করি, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”*

র‍্যালিটি সকাল সাড়ে দশটায় শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সাড়ে বারোটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশ শেষে শহরের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে আসে। পুরো কর্মসূচি জুড়ে শৃঙ্খলা বজায় ছিল, যা অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসিত হয়।

এই র‍্যালি স্বাধীনতার চেতনা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...