Wednesday, October 15, 2025

লোহাগড়ায় মাদক সন্ত্রাসের পৃষ্ঠপোষক মোজাম খার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়ার মৃতু: টুকু খার ছেলে কুখ্যাত সন্ত্রাস মোজাম খা (৫৫) সে দীর্ঘ দিন ধরে এলাকার খুন ও মাদক কারবারির পৃষ্ঠপোষকের নেপথ্যে ‌থেকে পাচ্ছেন অবৈধ মোটা অংকের টাকা। যে অবৈধ টাকা দিয়ে তৈরি করেছে সন্ত্রাসী বাহিনী।

এই কুখ্যাত সন্ত্রাস মোজাম খা তিনি ইতি পূর্বে গোপিনাথপুর গ্ৰামের ২ টি খুনের নেপথ্যে ডুয়েল খেলেছেন। এবং তার ই ছোট ভাই নিজাম খা কে দিয়ে তিনি দীর্ঘ দিন ধরে মাদক কারবারি করে আসছে, এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। বর্তমান সে আফিল করে জামিনে এসে পুনরায় আবার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

কুখ্যাত সন্ত্রাস মোজাম খা তিনি কোন লেখা পড়া জানেননা, অথচ তার বৈধ কোন ইনকাম সোর্স নাই কিন্তু তার সংসার চলে কেমন করে? এবং তার সন্ত্রাসী বাহিনীদের কে কেমন করে চালায়? মোজাম খার হুকুমে গোপিনাথপুর গ্ৰামে চলছে সন্ত্রাসী বাহিনীর মহড়া।
উক্ত মহড়া শুরু হয় লক্ষীপাশা মোল্লার মাঠে ফুটবল খেলা কে কেন্দ্র করে। ওখান থেকে তার সন্ত্রাসী বাহিনী ইকরাম সরদার, ইয়ামিন মৃধা,নিজাম খা,নাইম সরদার, সহ আরো ১৫/২০ জনে মিলে অন্তর নামের একটি ছেলে কে ফিল্ম স্টাইলে বেধড়ক মারপিট করে চলে যায়।

গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়ার অধিকাংশ স্থান মাদকের ডেঞ্জারাস জোন হিসেবে নড়াইল জেলার মানুষ চেনে ও জানে। আর সেই মাদকের কেনা বেচার ট্যাক্স হিসেবে মোটা অংকের টাকার নিয়ে থাকে কুখ্যাত সন্ত্রাস মোজাম খা।

অনুসন্ধানে আরো বেরিয়ে এসেছে তার আপন শালক সরো কে দিয়ে মাদক ব্যবসা করে মোটা অংকের অবৈধ টাকার মালিক হতে গিয়ে পুলিশের জালে আটক হয়। কুখ্যাত সন্ত্রাস মোজাম খার ছত্র ছায়াই হুমায়ূন খার তত্ত্বাবধানে গোপিনাথপুর গ্ৰামের বেপারী পাড়ায় ২৪ ঘন্টা চলতে তাসের জোয়ার আসর ।

কুখ্যাত সন্ত্রাসী মোজাম খা ইতি মধ্যে একজন সাংবাদিকের বিরুদ্ধে তাদের কুকর্ম কে ঢাকার জন্য বিক্ষোভ মিছিল পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে গোপিনাথপুর দক্ষিণপাড়া যুবসমাজ বিক্ষোভ মিছিল করতে গিয়ে নানা ধরনের বাধা সৃষ্টি হয়। সর্বোপরি মহল্লাবাসী উল্লেখিত ব্যক্তিবর্গদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে মি”থ্যা চু”রি মা/ম/লা দিয়ে ফাঁ/সা/নোর প্র/তিবাদে মানব”বন্ধন ও বি”ক্ষোভ মি’ছিল

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে স্কুল পড়–য়া দু’ছাত্রকে চুরি মামলা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালন...

গোদাগাড়ী বাসীর অঙ্গিকার পানির ন্যায্য অধিকার হযরত আলী

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী: পানি নিয়ে বৈষম্য গোদাগাড়ীর মাটিতে মেনে নেওয়া হবে না। গোদাগাড়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের...

বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

রিপন বগুড়া প্রতিনিধির ঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির ১,২,৩ নং ওয়ার্ড সেন্টার...

মোংলায়  এক যুবককে কাঠের লা”ঠি দিয়ে পি”টিয়ে জ”খ’ম হ*ত্যা

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি: সোমবার ভোরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মোংলা ইপিজেড গার্মেন্টসে যাচ্ছিলেন মহিদুল শেখ। সকাল সোয়া ৭টার...