Monday, September 15, 2025

শার্শায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কালাচ সাপের কামড়ে সাহারা খাতুন (১১) নামে এক শিশু স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এমন অনাকাঙ্ক্ষিত করুণ মৃত্যুর ঘটনায় শিশুটির পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের একটি জীবন বীমা কোম্পানির কর্মকর্তা নাসির উদ্দীন টিপু সুলতানের মেয়ে ও গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা পেশায় একটি জীবন বীমা কোম্পানিতে চাকরীর সুবাদে তিনি স্ত্রী আর এক ছেলে নিয়ে বেনাপোলে থাকেন। সাহারা লেখাপড়ার কারণে গ্রামের বাড়িতে তার দাদির কাছে থাকতো।

নিহত সাহারার বাবা নাসির উদ্দীন বলেন, আমার মেয়ে আমাকে ফোন করে বলে আব্বু তুমি বাড়ি এসো আমি তোমাকে দেখবো। মেয়ের কথামতো অফিসের কাজ শেষ করে বিকালে তিনি বাড়িতে আসেন। মেয়েকে নিজ হাতে রাতের খাবার খাওয়ান। খাওয়া দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়েন।

সাহারার ছোট ফুফু বলেন, রাত ২টার দিকে হঠাৎ সাহারা তার দাদিকে বলে আমার কিসে যেন কামড়িয়েছে। তখন তাদের ডাকচিৎকারে শিশুটির বাবা ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখেন ফ্রিজের পাশে বিষাক্ত কালাচ সাপ। তখন বাড়ীর সকলেই নিশ্চিত হন তাকে সাপে কামড়িয়েছে। তাৎক্ষণিক সাহারার বাবা সাপটি মেরে ফেলেন এবং দ্রুত স্থানীয় একজন সাপের ওঝা কবিরাজ কে ডেকে আনেন।

ওঝা এসে দীর্ঘ সময় মেয়েটিকে ঝাঁড়ফুক করেন। তাতে সাহারা সুস্থ্য হওয়ার বদলে আরো খারাপ অবস্থার সৃষ্টি হলে ওঝার পরামর্শে ভোর ৫ টার দিকে পরিবারের লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সাহারার মৃত‍্যু হয়।

এদিকে শিশু ছাত্রী সাহারার অকাল মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মনিরামপুর ভূমি অফিসে দু”র্নীতির স্বর্গরাজ্য – নৈশ প্রহরীও ‘স্যার’

মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর ভূমি অফিস দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে এলাকাবাসীর মধ্যে। অফিসের নৈশ প্রহরী আসাদও সেখানে...

নড়াইলে তরুণ উদ্যোক্তা প্রযুক্তির আলো তুলে দিতে চান তরুণ প্রজন্মের কাছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ আমাকে সৃষ্টিকর্তা যে সামান্য জ্ঞান ও দক্ষতা দিয়েছেন,তা আমি সাথে নিয়ে যেতে পারব না। কিন্তু রেখে...

নড়াইলে উৎসব মুখর পরিবেশে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি : নড়াইলে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় যুব ও...

‎মণিরামপুরে ইউপি সদস্য সহ তিন ভাইয়ের বি’রুদ্ধে গৃহবধূকে নি”র্যাত’নের অ”ভিযো’গ নী’রব প্র”শাসন!

নেপথ্যে মাদক ও ক্যাসিনোঃ ‎এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ যশোরের মণিরামপুরে দীর্ঘ ১০ বছর যাবত মধ্যযুগীয় কায়দায় টুম্পা বেগম (২৫) নামের এক...