Wednesday, July 2, 2025

নড়াইলে স্বামীর অত্যাচারে স্ত্রী পালাতে গিয়ে ধরা পড়ার অভিযোগ

Date:

Share post:

সাজ্জাদ তুহিন ,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের মৃত  ধলু মিয়ার ছেলে বোম্বে পাচারকারী মিরাদুল শেখ এর ভাতিজার হাত ধরে স্ত্রী কুসুম বেগম পালানোর সময়  স্বামীর হাতে ধরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি।জানা গেছে গত ৭ই জুন (বুধবার) সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের আলোচিত বোম্বে পাচারকারী মৃত ধলু মিয়া শেখ এর ছেলে মিরাদুল ইসলাম এর অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দুপুরে স্ত্রী কুসুম বেগম ভাশুরের ছেলে পালাশের হাত ধরে কাইকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় স্বামী মিরাদুল ইসলাম জানতে পেরে দ্রুত মটরসাকেল নিয়ে বের হয়ে স্ত্রী কুসুম বেগমকে ও তার ভাতিজা পলাশকে পার্শ্ববর্তী বিছালী ইউনিয়নের ফাঁড়ির সামনে থেকে তাদের ধরে ফেলে। এসময় প্রাথমিক অবস্থায় তাদের পুলিশে সোপর্দ করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।এই ঘটনার সত্যতা জানতে গতকাল ৯ই জুন (শুক্রবার) সকালে ভিক্টিম পাচারকারী মিরাদুল ইসলামের গ্রামের বাড়ি মিরাপাড়া যায় একদল সাংবাদিক। সেখানে মিরাদুল ইসলাম কিছু বলেতে রাজি না হলেও তবে প্রতি বেশীরারা বলেন, সব সংসারেই স্বামী স্ত্রী দের কমবেশি ঝগড়া হয়ে থাকে। তাই বলে দু দুটি সন্তান রেখে ভাতিজার হাত ধরে পালাতে হবে এ কেমন কথা। কি ঘটনা ঘটেছিলো জানতে চাইলে প্রতিবেশীরা বলেন, আমরা এ বিসয়ে ভিতরে কি হয়েছে তা ঠিক জানিনা। তবে শুনেছি মিরাদুল তার স্ত্রী কে নাকি বোম্বে পাঠানোর জন্য চেষ্টা করছিলো। এনিয়ে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে তাদের দু সন্তানের কাছে বিসয়টা জানতে চাইলে তারা বলে আমার মা প্রায়ই আব্বু বাড়িতে না থাকলে পলাশের সাথে শুধু কথা বলে,আমরা বিসয়টা আব্বু কে জানালে আম্মু আমাদের মারধর করে। পরে আব্বু মাকে বকাঝকা করে।
এ বিসয়ে মিরাদুল ইসলাম এর শশুর বাড়ি পার্শ্ববর্তী গোবরা বাজারে গিয়ে স্ত্রী কুসুম বেগমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের বলেন, আমার স্বামী মিরাদুল একজন অর্থলোভী ও পাচারকারী। সে আমাকে প্রায়ই বোম্বে পাঠানোর চেষ্টা করতো, এমনকি মারধরও করত। আমার বিয়ের আগেও সে দুটি বিয়ে করে তার বোনসহ তাদের বোম্বে পাচার করে দিয়েছে।

ভাতিজার সাথে পালানোর বিসয় জানতে চাইলে, স্ত্রী কুসুম বেগম জানান, পালানোর বিসয় ঠিক তবে, তার ভাতিজা পলাশের সাথে আমার কোন সম্পর্ক নাই। আমি আমার জালিম পাচারকারী স্বামীর হাত থেকে বাঁচতে শুধু ভাতিজার সহযোগিতা নিয়েছি মাত্র। এ অবস্থায় আমার বিরুদ্ধে আমার পাচারকারী স্বামী আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় আমার মান সন্মান খুন্ন করায় আইনি প্রকৃয়ায় তার বিচার দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...

নড়াইলে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা হয়েছে। ১ জুলাই (মঙ্গলবার)...