Monday, August 25, 2025

যশোরে জোর করে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোরে ভূমিদস্যু আব্দার হোসেনের নামে ভেকুটিয়ায় জোর করে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,তিনি কোনো রাজনীতিতে সরব না থাকলেও অদৃশ্য খুঁটির জোর আছে । সেই জোরে হিন্দু সম্পত্তি ও খাস জমি থেকে শুরু করে কৃষকের জমি দখলে নেয়া তার নেশা । তার শ্যেণ দৃষ্টি যে জমির ওপর পড়ে সেই জমি তার হয় । ভয়ে নামমাত্র দামে জমি বিক্রি করতে বাধ্য হন জমি মালিকরা। এ চিত্র যশোর সদরের ভেকুটিয়া গ্রামের। স্থানীয়দের অভিযোগে জানা যায়, ভেকুটিয়ায় জমি মালিকদের কাছে আব্দার হোসেন মূর্তিমান আতঙ্কের নাম। জমি দখল ও প্লট করে বিক্রি করা তার নেশা । অদৃশ্য খুঁটির জোরে এলাকায় একচ্ছত্র ,যশোরের ভেকুটিয়ায় এক করে নেয়ার অভিযোগ উঠেছে আধিপত্য রয়েছে । পেশায় ছিলেন চাকুরিজীবী।বিজিবি’র সৈনিক পদে কাজ করতেন । তার বাবা মোতালেব হোসেন সেলুনে কাজ করে সংসার নির্বাহ করতেন। ১৯৮৭- ৮৮সালের দিকে পরিবারটি জড়ায়ে পড়ে ভারতে নারী পাচারসহ নানা প্রতারণামূলক কাজে । ওইসব ঘটনায় দুটি মামলা হয় । বে-আইনী কর্মকাণ্ডের কারণে পরিবারটির ওপর হামলার ঘটনাও ঘটে। জনরোষের মুখে পরিবারটি রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যায় । বছর কয়েক আগে আব্দার হোসেন চাকরি ছেড়ে গ্রামে এসে শুরু করেন জমি কেনাবেচার ব্যবসা । স্থানীয় তহশীল অফিসের নায়েব মুক্তি হিন্দু ও খাস সম্পত্তি আব্দারের নামে করিয়ে দিতে সহায়তা করতেন। এর মধ্যে এলাকায় বেশ প্রভাব বিস্তার করেন আবার গ্রামে ফিরে আসে তার পরিবার । কিছুদিনের মধ্যে আব্দার হোসেনের প্লটব্যবসা জমজমাট হয়ে ওঠে । ভেকুটিয়ার সুজপুরে গড়ে তোলেন এমএ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান। আব্দার হোসেনের এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি দেবেন্দ্রনাথ রায়, পিং-অধরচন্দ্র রায় এর ভেকটিয়া মৌজায় ৯০৪ খতিয়ানে ৩২৯৬ দাগে ০৪ শতক জমি এবং রমেশ চন্দ্র বিশ্বাস ও গণেশ চন্দ্র বিশ্বাস, পিং-নরেন চন্দ্র বিশ্বাস এর ভেকুটিয়া মৌজায় ১২৯৭ খতিয়ানে ৩২৯৬ দাগে ০৫ শতক সর্বমোট ০৯ শতক জমি তহসিল অফিসের নায়েবের মাধ্যমে নিজেদের ওয়ারেশগণের নামে রেকর্ড করে। সরেজমিনে গিয়ে জানা যায় উপরিউক্ত ০৯ শতক জমি ১৯৬২ এর রেকর্ডে মৃত আব্দুল মালেক এর গংদের নামে রেকর্ডভুক্ত ছিল।য়সময় অস্পষ্ট অনেকগুলো দাগ থাকায় ভূমি অফিসের নায়েবের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যেরমঙ্গলবার ২৩ মে ২০২৩ ইং নাম পত্তন করা জমি নিজের নামে এনে তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে । ১৯৯০ এর রেকর্ড অনুযায়ী উক্ত জমির মালিক দেবেন্দ্রনাথ রায়, রমেশ চন্দ্ৰ বিশ্বাস ও গণেশ চন্দ্র বিশ্বাস। তারা জানায় দেবেন্দ্রনাথ রায়,রমেশ চন্দ্র বিশ্বাস ও গণেশ চন্দ্র বিশ্বাস, আব্দার হোসেন ও তাদের পূর্ব সুরী গণ আমাদের জমির উপর একটি মন্দির ও আমাদের বসতভিটা দখলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। সরেজমিনে গিয়ে জানা গেছে, সুলপুর পুরনো বাড়ার দক্ষিণের মাঠ, ভেকুটিয়ার বকুলতলা বাজার রাস্তার মাঝের দুপাশের মাঠ ও জামতলা হতে ভেকুটিয়া ইউনিয়ন পরিষদ রাস্তার দু’পাশের মাঠেআব্দার হোসেন অনেকের জমি হাতিয়ে নিয়েছেন ।ভয়ভীতি দেখিয়ে নাম মাত্র দামে এসব জমির মালিক বনে গেছেন আব্দার হোসেন। এ বিষয়ে জানার জন্য আন্দার হোসেন এর নিকট ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ শাহজাদপুরে সাব্বির হ’ত্যা মা”মলায় ৭ জনের যা”বজ্জী’বন ১৫ জনকে কা”রাদ’ন্ড

মোঃ লুৎফর রহমান লিটনসিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতায় সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের...

সিরাজগঞ্জ উল্লাপাড়ায়  মূ”ল্যবান ক”ষ্টি পা”থরের মূ’র্তিসহ দুই জন  গ্রে”প্তার

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২...

নড়াইলে লোহাগড়া উপজেলায় খা’ল থেকে ম”রাদে’হ উ”দ্ধার

 সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি: নড়াইলে লোহাগড়া উপজেলার কাম থানা এলাকার খাল থেকে (২৪) বছরের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার...

মণিরামপুরে দুই পরিবারের মা’রা’মারি’তে আ’হত ৬ থা’নায় অ’ভিযো’গ

মণিরামপুর প্রতিনিধি: যশোর মণিরামপুরে প্রাচীরের পাশে ভ্যান রাখতে নিষেধ করায়, বাড়ির মালিকের উপরে হামলায় নারী সহ আহত হয়েছেন একই...