Sunday, August 31, 2025

রৌমারীতে ভাসমান কাঠের সেতু ভাসিয়ে দিলো এলাকাবাসী 

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তে চোরাকারবারীদের হাত থেকে রেহাই পেতে জিঞ্জিরাম নদীর ওপর ভাসমান সেতু ভাসিয়ে দিলো এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ধর্মপুর ও বংশীপাড়া এলাকার একদল চেরাকারবারী সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ফাঁকি দিয়ে আড়কির মাধ্যমে সীমান্তে গরু পারাপার করে আসছে। চোরাকারবারীরা ভারত থেকে পাচার করে আনা গরু গুলো ওই ভাসমান কাঠের সেতুর ওপর দিয়ে পার করতেন।

স্থানীয়রা সেতুর ওপর দিয়ে গরু পার করতে চোরাকারবারীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতেও তারা বাধা না শোনায় বাধ্য হয়ে এলাকাবাসি সেতুটির বাধন কেটে নদীতে ভাসিয়ে দেয়।

এলাকাবাসীর দাবী সীমান্তে চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। খোজনিয়ে জানা যায়, স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও সীমান্তের পূর্ব কাউয়ারচর, পশ্চিম কাউয়ারচর, তেকানি গ্রাম, ধর্মপুর, নওদাপাড়া, চরবোয়ালমারী, হরিণধরাসহ ১২ গ্রামের ১৩ হাজার মানুষ ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা ছিলো অবহেলিত।

তাদের দূভোর্গের বিষয় জানতে পারে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্যের সহযোগিতায় এলাকাবাসি সীমান্তে জিঞ্জিরাম নদীর ওপর ১২০ ফুট দৈঘের্যর একটি ভাসমান কাঠের সেতু নির্মাণ করে দেওয়ায় এলাকার মানুষ অনেক আনন্দিত।

তবে সীমান্তের চোরাকারবারীরা সেই সেতু দিয়ে অবৈধ্য পথে আনা গরুগুলো পার করায় সেতুটির বিভিন্ন জায়গায় ভেঙ্গে যায়। এতে নতুন করে দূর্ভোগের সৃষ্টি হয়। ফলে চোরাকারবারিরা যাতে ওই সেতু দিয়ে গরু পার করতে না পারে, তাই এলাকাবাসি সেতুটি ভাসিয়ে দেয়।এলাকাবাসি আব্দুর রাজ্জাক ও আলম মিয়া জানান, দীর্ঘদিন পর স্থানীয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় পারাপারের সুবিধার্থে ভাসমান কাঠের সেতু দেওয়া হয়।

কিন্ত চোরাকারবারিরা ভারত থেকে পাচার হওয়া গরু এই সেতু দিয়ে পার করতো। শতবাধা দিলেও তারা মানতো না বরং আমাদের উল্টো ভয়ভীতি দেখাতো। তাই এলাকাবাসি রাগে ক্ষোভে ও চোরাকারবারির হাত থেকে রেহাই পেতে সেতুটির রশির বাধন কেটে ভাসিয়ে দেয়।

দাঁতভাঙ্গা ইউপি সদস্য জাকির হোসেন চোরাচালানের বিষয়টি সত্যতা শ্বীকার করে বলেন, সেতু থাকলেও চোরাচালান হবে, না থাকলেও হবে। তবে তাদের জন্য সেতু ভেসে দেয়নি।

অনেক সময়ে সেতুতে কুচুরিপানা জমা হলে সেতু খোলে দিয়ে পানাগুলো ভাটির দিকে সরিয়ে দেওয়া হয়। তারপরেও আমি খোজখবর নিবো, জনগণ যাতে দূর্ভোগের সৃষ্টিতে না পড়ে। দাঁতভাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডার সরকারি নম্বরে ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সিরাজগঞ্জ তাড়াশে ডি/ভো/র্স লেটার পেয়ে অ/ভিমানে স্বামীর আ/ত্মহ/ত্যা

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামে এক...

খাগড়াছড়িতে ৩ বছরের শিশুকে হ/ত্যা ক/রেছে মা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদরে শান্তিনগর এলাকায় ৩ বছরের ছেলে সন্তানকে হত্যা করেছে মা। শুক্রবার দিবাগতরাতে এ ঘটনা ঘটেছে বলে...

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী কমিটি বি”লুপ্ত ঘোষণা

মণিরামপুর প্রতিনিধি: সুন্দর ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা...

শ্রীপুরের দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি বাষিক নির্বাচন অনুষ্ঠিত

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক নির্বাচন অবাধ ও উৎসব মুখর...