Sunday, August 3, 2025

কালীগঞ্জে সরকারি নির্দেশ উপেক্ষা করে পরীক্ষা বন্ধ রাখলেন মাদ্রাসা সুপার 

Date:

Share post:

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসায় অভ্যন্তরীণ ছাত্র আন্দোলনের মুখে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সরকার নির্দেশিত সময়ে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।২০২৫ সালে এই মাদ্রাসা থেকে  ৩৮ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অথচ মাদ্রাসাটিতে মাসব্যাপী সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমানের অনিয়ম ও  দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে সকল শিক্ষার্থীরা।

সে কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণীর পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে জানা যায়। ২০২৪ সালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এবতেদায়ী পর্যায়ের মূল্যায়নের সময়সুচি নির্ধারণ করে দেওয়ার হয়েছে। সেখানে দাখিল সামস্টিক মূল্যায়ন /পরীক্ষার সময়সূচিতে ১০ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত মোট  ১২ দিনের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। সরকারি এই নির্দেশনাকে অমান্য করে প্রতিষ্ঠান প্রধান আতিয়ার রহমান নির্বাচনী পরীক্ষা বন্ধ রেখেছেন। অপরদিকে, শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসলেও তারা সুপারইনটেনডেন্ট আতিয়ার রহমানের অনিয়ম-দূর্নীতির ব্যাপারে লাগাতার আন্দোলন করে যাচ্ছে।২০ অক্টোবর মাদ্রাসাটির প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী প্লে কার্ড হাতে নিয়ে ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে  সুপারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে। যে কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরুপে ভেঙে পড়েছে।

যা নিয়ে অভিভাবকরা চরমভাবে উদ্বিগ্ন।  এ ব্যাপারে দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের নির্বাচনী পরীক্ষা স্যারেরা নিচ্ছেন না। সুপারইনটেনডেন্ট আতিয়ার রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে সকল শিক্ষার্থীদের। হুজুরের বিরুদ্ধে পিবিজিএসআই স্কীমের ৫ লাখ টাকা অনুদানে অনিয়ম,২ জন নিয়োগে ৭ লাখ টাকার অর্থ বাণিজ্য,ঘর ভাড়ার টাকা, গাছ বিক্রির টাকা, খাতাপত্র বিক্রির টাকা, জমি লিজ এর টাকা ব্যায়ে  অনিয়মের বিস্তার অভিযোগ রয়েছে। আমরা ইউএনও স্যারকে সব ব্যাপারে জানিয়েছি। কিন্তু এখনো কোনো সুরাহা হয় নি।মাদ্রাসাটির সহকারী শিক্ষক আব্দুল মতিন জানান, শিক্ষার্থীরা আন্দোলন করছে, যে কারণে দাখিল পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নিতে বিলম্ব হচ্ছে।

সরকার সময় নির্ধারিত করে দিলেও প্রতিষ্ঠানের পরিস্থিতি ভালো না থাকায় আমরা পরে পরীক্ষা নেব। বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপারইনটেনডেন্ট আতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন,আমি কোনো অন্যায় অনিয়ম ও দুর্নীতি করিনি। কিছু শিক্ষক শিক্ষার্থীদেরকে উসকে দিয়ে এসব করাচ্ছে। এখন আমি ব্যস্ত আছি, পরে কথা হবে।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীম এর উপর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক খোঁজ খবর রাখার দায়িত্ব থাকলেও তিনি তা সঠিকভাবে পালন করেন না। তার সাথে কথা বলে জানা যায়, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলন ও নির্বাচনী পরীক্ষা বন্ধের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটিতে জমি নিয়ে বিরোধ রয়েছে বলে শুনেছি।

বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, মাদ্রাসার  সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমানের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ এবং সরকার নির্ধারিত সময়ে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একাডেমিক সুপারভাইজার আলীম সাহেবকে ব্যাপারটি জানান, আমিও তাকে বলতেছি।নির্দিষ্ট সময়ে পরীক্ষা না নেওয়ার ব্যাপারে আগে আমি খোঁজ খবর নিয়ে জানি; তারপর ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

মণিরামপুরে সাবেক নেতার মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী মোঃ নজরুল ইসলামের দাফন...

সখিনার -সাহায্যে এগিয়ে এলেন উপজেলা নির্বাহী অফিসার

রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ১৮ বছর আগে স্বামী হারা সখিনা বেওয়ার জীবন যেন...

জলাবদ্ধতার নিরসন চেয়ে নির্বাহী কর্মকর্তা বরাবর খোলা চিঠি

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বরাবর জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সোস্যাল মিডিয়া ফেইসবুকে নদী(No Di)...

দুর্গাপুরে প্র’তিবন্ধী নারীকে ধ’র্ষণ ওসির সা’হসী ভূমিকায় গ্রে’প্তার ১

মুন্না ইসলাম আগুন (দূর্গাপুর) রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে লাকড়ি সংগ্রহে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী...