Sunday, September 14, 2025

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আজ দ্বিতীয় দফায় ভোট জম্বু ও কাশ্মীরের

Date:

Share post:

ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

গত 18, ই সেপ্টেম্বর ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট পর্ব মিটে যাওয়ার পর,আজ দ্বিতীয় পর্ব এর ভোট শুরু হবে সকাল আট ঘটিকায়।কড়া নিরাপত্তা র মধ্যে দিয়ে আজ 26, টি বিধান সভা কেন্দ্রের নির্বাচন হবে। মোট তিন টি জেলার মধ্যে বদগাম,গাডেববাল শ্রীনগর। এবং রইসি,রাজৌরি এবং পুঞ্জ রয়েছে।মোট ভোটার সংখ্যা 25,লাখ 78, হাজার।মোট প্রার্থী 239,জন।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওমর আবদুল্লা। যিনি সাবেক মুখ্যমন্ত্রী ভারতের জম্বু ও কাশ্মীরের। এবং জম্বু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স পার্টির চেয়ারম্যান।

তিনি মোট দুই টি কেন্দ্রে লড়াই করছেন একটি বদগাম ও গাডেরবাম বিধান সভা। ভারতের জম্বু ও কাশ্মীরের মোট বিধান সভা 90, টি।তার মধ্যে গত 18, ই সেপ্টেম্বর ভোট হয়েছে 24, টি কেন্দ্রে।আজ ফের ভোট শুরু হয়েছে মোট 26, টি কেন্দ্রে। বাদবাকি 40, টি কেন্দ্রে র ভোট গ্রহণ হবে আগামী 1,লা অক্টোবর। ভোট গননা হবে 4, ই অক্টোবর। এবার নির্বাচনে অংশ নিয়েছে ভারতের জাতীয় কংগ্রেস ও বিজেপি এবং ন্যাশনাল কনফারেন্স এবং মেহবুবা মুফতি র পি ডি পি। ভারত এর জম্বু ও কাশ্মীরের বিধান সভার শেষ ভোট হয় আজ থেকে 10, বছর আগে।তার বিজেপি কেন্ত ক্ষমতা আসে এবং জম্বু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা 356,ধারা প্রয়োগ করে বিষয় ক্ষমতা কেড়ে নেয় জম্বু ও কাশ্মীরের। সেখানে রাষ্ট্রপতি শাসন চালু করে। দীর্ঘ সময় ধরে ভারতের জম্বু ও কাশ্মীরের পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিগোষ্ঠী লড়াই চলছে। বহু মানুষ হতাহত হয়েছে। বহু নিরীহ মানুষের প্রাণ হারিয়েছেন। এবং জঙ্গিগোষ্ঠী বহু নিহত হয়েছেন। সেই সঙ্গে ভারতের সামরিক বাহিনীর বহু সদস্য শহীদ হয়েছেন।তার পর ঠিক দশ বছর পর জম্বু ও কাশ্মীরের সাধারণ নির্বাচন ঘোষনা করেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব কুমার।

আজ কড়া নিরাপত্তা মধ্যে দিয়ে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে। আগামী 4 ই অক্টোবর ভারতের জম্বু ও কাশ্মীরের ক্ষমতায় আসতে চলেছে তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রৌমারী নৌ বন্দর ফলুয়ারচর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন

আব্দুল খালেক (রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের ব্রহ্মপুত্র দীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা...

রৌমারী চর শৌলমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

আব্দুল খালেক রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম রৌমারী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে চর শৌলমারী ইউনিয়ন কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।৪...

খাগড়াছড়িতে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় সন্তান মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর...

নড়াইলে মা”দক বি’রোধী সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :   নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার...