Wednesday, April 30, 2025

বগুড়া সদরের বাঘোপাড়া কলেজের সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগ দাবি রাস্তা অবরোধ

Date:

Share post:

স্টাফ রিপোর্টারঃ 

বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল এন্ড কলেজের সভাপতি আমিনুল ইসলাম ডাবলু ও অধ্যক্ষ আবু সুফিয়ানের নিয়োগ বানিজ্য, দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও কলেজের শিক্ষার্থীরা পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করেছে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টায় কলেজ হলরুমে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। অবরোধের কবলে পড়ে প্রায় ১ ঘন্টা যাবত যানচলাচল বন্ধ থাকে। এতে করে যানজটের সৃষ্টি হয়।

দ্রুত সংবাদ চলে যায় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসেন সদর ভুমি কর্মকর্তা পলাশ মন্ডল।

তিনি এসে ছাত্র জনতাকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রাস্তা থেকে সরে যেতে বলেন এবং পুলিশকে দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে নির্দেশ দেন। ভুমি কর্মকর্তার আশ্বাসে ছাত্র ছাত্রীরা রাস্তা ছেড়ে কলেজ মাঠে অবস্থান নেয়।

জানা যায়, গত ৫ আগষ্ট থেকে কলেজের অধ্যক্ষ গাঢাকা দিয়েছেন, আর কলেজে আসেননা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও অত্র কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ ও সভাপতির নানা অনিয়ম, দুর্নীতি, নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, সম্পদ লুটপাট, স্বজনপ্রীতি সহ নানাবিধ অভিযোগে সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগ সহ ১৩ দফা দাবি জানিয়ে কলেজের শিক্ষকমণ্ডলীদের নিকট গত ৭ আগষ্ট একটি স্মারকলিপি প্রদান করে।

কিন্তু এতদিনেও কোনো সমাধান বা সদুত্তর না পেয়ে রোববার (১৮ আগষ্ট) বেলা ১১ টা থেকে আবারও আন্দোলনে নামেন ছাত্র জনতা। কলেজ হলরুমে প্রতিবাদ সমাবেশ করে তারা। তারপর শিক্ষকদের নিকট ১৩ দফা দাবির বিষয়ে জানতে চাইলে তারা এ বিষয়ে কোনো কিছু বলতে পারবেননা বলে ছাত্র জনতাকে জানিয়ে দেন।

তখন বিক্ষুব্ধ ছাত্ররা মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অধ্যাপক নজরুল ইসলাম ও প্রভাষক মুকুল সহ শিক্ষকদের একাংশ বৈষম্য বিরোধী ছাত্র ও কলেজের ছাত্র/ছাত্রীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন খবর পেয়ে, ভুমি কর্মকর্তাকে পাঠিয়ে দেন। তিনি এসে ছাত্র জনতাকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে নেতৃত্ব দেন ইমরান নাজির সুলতান ও সুমন।এ সময় উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম, মুন, মুন্না মিয়া। বর্তমান শিক্ষার্থী আবীর হোসেন, রাফসান হোসেন, রাফী প্রামানিক, শাকিল আহমেদ, শুভ হোসেন, সোয়াইব হোসাইন, তানভীর হোসেন, রিমন মিয়া, মীম আকতার সহ বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে ২৪ ঘণ্টায় হ”ত্যা র/হ/স্য উ”দঘা’টন: পুলিশের পেশাদারিত্বে প্রশংসার ঝড়

 এমদাদুল হক, মণিরামপুর প্রতিনিধি: গত ২৮ এপ্রিল সকালে যশোর জেলার মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে সংঘটিত এক মর্মান্তিক হত্যাকাণ্ড চাঞ্চল্যের...

মাহা সাংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার পুরষ্কার বিতরণী

খাগড়াছড়ি প্রতিনিধি: মাহা সাংগ্রাই উপলক্ষে মারমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল...

সাবেক বিচারপতি খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত

  সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে...

যশোরে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ 

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “কৃষি বাঁচাও,কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগানে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ ২৮ ও ২৯ এপ্রিল দেশব্যাপী বিক্ষোভ...