Friday, May 9, 2025

দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডা. মোহাম্মদ হোসেন

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন প্রখ্যাত নিউরোসার্জনস অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

গত ১৩ জুলাই নির্বাচনের মাধ্যমে তিনি ২য় বারের মতো সভাপতি নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সারাদেশের সকল চিকিৎসক, ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

ফুলেল শুভেচ্ছা জানাতে আসা সকলেই অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ ডা. মোহাম্মদ হোসেন একজন চিকিৎসক হিসেবে তাঁর কর্মময় জীবনে যেখানে যে দায়িত্ব পেয়েছেন, তা সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন বলেই সবাই তাকে শ্রদ্ধা করে সম্মানের আসনে বসান। তাঁরা আরও বলেন, তিনি সাধারণ মানুষের কল্যাণ সাধনে চিকিৎসা ও মানবতার সেবায় কাজ করেই জীবন পার করছেন। তিনি মানবতার এক প্রদীপ্ত বাতিঘর। তার চিকিৎসাসেবা হচ্ছে সাধারণ মানুষের জন্য সহমর্মিতা।’

এসময় ডা. মোহাম্মদ হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করা, ব্রেন ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এবং স্ট্রোক আক্রান্ত রোগীদের জরুরি অপারেশনের পদ সৃষ্টির জন্য কাজ করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশের নিউরোসার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরোসার্জন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এজন্য তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন তিনি। আবারও আমাকে সার্জারি সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের লেকচার হলে শনিবার‌ (১৩ জুলাই) সোসাইটির ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ জন নিউরো সার্জন এই নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেন। নির্বাচনে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আতিকুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সহ গ্রেফতার ৪

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ...

নড়াইলে লোহাগড়া উপজেলায় ছাত্রদল সমর্থকের মৃ”তদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক ছাত্রদল...

বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি...

কালীগঞ্জে ই”য়াবা’সহ মা”দক ব্যবসায়ী গ্রে”ফতা’র 

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৯ পিস বিশুদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ আনসার আলী (২২) নামে...