Saturday, July 12, 2025

মনিরামপুরসহ সারাদেশে তাপদাহে অস্থির জনজীবন

Date:

Share post:

মুহাঃ মোশাররফ হোসেনঃ

সারাদেশে অতিরিক্ত তাপমাত্রার কারণে অস্থির হয়ে উঠেছে জনজীবন। খেটে খাওয়া মানুষগুলো বেশি দুর্ভোগে পড়েছে। তারপর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ঘরেও টেকা দায় হয়ে দাঁড়িয়েছে। ফলে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী আজ মঙ্গলবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ও বেশি। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর থেকে সেই তথ্য জানা গেছে।

এদিকে খুলনা বিভাগের যশোর মনিরামপুর এর তাপমাত্রা আজ এবং আগামী দুই/এক দিন ৪০ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাক ড্রাইভার মোঃ মিকাঈল হোসেন বলেন, একটু বৃষ্টি হলে অনেক ভালো হতো। এই গরমে লেভারদের নিয়ে আর কাজ চালাতে পারছিনা. প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

মাঠে কৃষকরাও এই প্রচন্ড গরমের জন্য জমিতে কাজ করতে পারছেনা। দেশের বিভিন্ন জায়গাই চলাচল করতে বাসে যেতে যেয়ে রাস্তায় যানযটের কারনে গাড়ির ভিতরে যাত্রীরা গরমে অস্থির হয়ে যাচ্ছে, হেটে যাবে তাও পারছেনা, একদিকে রৌদ্র অন্যদিকে রাস্তার গরম, সব মিলিয়ে গরমে চলাফেরা তথা জীবনযাত্রা খুবই কঠিন হয়ে পড়েছে।

এদিকে তীব্র গরমে রাস্তার পাশে শরবত এবং গাছের ডাব নিয়ে বসেছে অনেকে। তীব্র গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা শরবত এবং ডাব পান করছেন অনেক পথচারী। আবহাওয়া অফিস থেকে জানা যায়, এমন তীব্র গরম আরও দুই-এক দিন অব্যাহত থাকবে। আগামি ১৮ তারিখ নাগাদ হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ যদি বাড়ে সে ক্ষেত্রে তাপমাত্র কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

খাগড়াছড়ি,গুইমারা উপজেলা মারমা ঐক্য পরিষদ অফিস উদ্বোধন করেন

খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলায় মারমা সম্প্রদায়ে বিশ্বস্ত সংগঠন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনে অফিস...

নড়াইলে আইডিইবি’র নবনির্বাচিত কমিটির সভাপতি মামুন সম্পাদক সালাম

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর নব নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। ১২...

সাধারণ মানুষের ও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে আজ লালবাজার অভিযান প্রদেশ কংগ্রেসের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে ভারতের জাতীয় কংগ্রেস এর পশ্চিম বাংলার প্রদেশ কংগ্রেস এর সভাপতি শ্রী...

তাড়াশে মানবিক সহায়তার ঘর পেলেন গৃহহী’ন হামিদা

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে গৃহহীন হামিদা খাতুন সরকারি অনুদান ও মানুষের সহযোগিতায় টিনের নতুন ঘর...