Friday, November 7, 2025

রৌমারী উপজেলা বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রজব আলী তসিলদার

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে রৌমারী উপজেলা বাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দবেড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রজব আলী । এক শুভেচ্ছা বার্তায় রজব আলী বলেন, বিদায়ী বছরের বিষন্নতাকে বিদায় জানিয়ে, মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। সবার জীবনে আনন্দে ভরে উঠুক। বছরের ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে একসঙ্গে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার। নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্যতা, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেন অন্যরকম।পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলার নববর্ষ। ঠিক তেমনি ইংরেজি মাসের শেষে উৎসবমুখর পরিবেশে পালিত হয় থার্টি ফাস্ট নাইট। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে সুর ও সঙ্গীতের মূর্ছণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। আতশবাজির আলোকছঁটায় ছেয়ে যায় আকাশ। শুরু হয় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠানো। একে অপরকে উপহার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পালন করা হয়ে থাকে ইংরেজী নববর্ষ। তাই ৩১ ডিসেম্বর রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই সমম্বরে চিৎকার করে ওঠে সবাই বলে “হ্যাপি নিউ ইয়ার” বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের মানুষও একত্মতা ঘোষণা করে বরণ করে নেয় এদিনটিকে।আমাদের দেশে প্রিয়জনকে ফুল, মিষ্টি, নানা ধরণের উপহার দিয়ে নতুন বছরকে বরন করা হয়।এছাড়া আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। গান, নাচ, আলাপ- চারিতা, উপহার আদান প্রদান আর বাহারী পোশাক পরে ঘুরে বেড়ানোই মুখ্য বিষয় হয়ে উঠে দিনটিকে কেন্দ্র করে।নতুন বছর শুভ হোক, পরিবার-পরিজন নিয়ে সবাই ভাল থাকুক, নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময় এটাই প্রত্যাশা আল্লাহর দরবারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...