Sunday, February 23, 2025

যশোরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে এমপি নাবিলের উন্নয়ন ও শান্তি সমাবেশে জনতার ঢল

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ

যশোরে বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শহরের চৌরাস্তা মোড়ে এই উন্নয়ন ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। উন্নয়ন ও শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ এর সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ। দুপুর থেকে বৃষ্টি শুরু হলে অনুষ্ঠান বৈরি পরিবেশ তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে সমাবেশ স্থল জনসমুদ্রে রূপ নেয়।


বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে এই উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। দারিদ্র বিমোচন হয়েছে, সাধারণ মানুষের আয় বৃদ্ধি পেয়েছে। দেশবাসী সুখে-শান্তিতে বসবাস করছেন। কৃষকের সার, বিদ্যুতের জন্য কারো কাছে ধর্ণা দিতে হয় না। বয়োবৃদ্ধ, গর্ভবতী নারী, বিধবা, স্বামী পরিতাক্তা, মুক্তিযোদ্ধাদের কোন চিন্তা নেই। মাস শেষ হলেই নিয়মিত ভাতা পাচ্ছেন। সামাজিক বেষ্টনী শক্তিশালী করার জন্য ১৩০ রকমের ভাতার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন ও শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ও যুবমহিলা লীগের ব্যানারে আয়োজিত শান্তি সমাবেশে কাজী নাবিল আহমেদ বক্তব্য বলেন, যশোরের অধিকাংশ গ্রামীণ সড়ক পাকাকরণ করা হয়েছে। দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবন হয়েছে। পদ্মাসেতু হওয়ায় প্রান্তিক মানুষের আয় বেড়েছে। শিক্ষা, চাকরি, ব্যবসা সর্বক্ষেত্রে প্রসারতা বৃদ্ধি পেয়েছে।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে কাজী নাবিল আহমেদ বলেন, বিএনপি-জামাতের আমলে কোন উন্নয়ন ছিল না। দৃশ্যমান কোন উন্নয়ন তারা করতে পারেনি। তবে তাদের সময় অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন দৃশ্যমান হয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ দৃশ্যমান হয়েছে। তাদের দুঃশাসনের কথা মনে হলে এখনো সাধারণ মানুষ শিউরে উঠেন। বিএনপি ক্ষমতায় এলে নতুন করে আবারো দুঃশাসন শুরু হবে। তারা পিছনের পথ দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা করছে। তাদেরকে আমাদের রুখে দিতে হবে।
শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, উপ প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সদস্য জবেদ আলী, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজ্জামান, যুবমহিলা লীগের জেলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ও পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, হৈবতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, ইছালী ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোকছিমুল বারী অপু, পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ। বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে উন্নয়ন ও শান্তি সমাবেশে যশোরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রাজশাহীর গোদাগাড়ীতে দি হাঙ্গার প্রোজেক্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দি হাঙ্গার প্রোজেক্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা...

উদ্বোধনের আগেই ফা’টল কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কুল ভবন নিয়ে ক্ষো’ভ

মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে নবনির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে। প্রায়...

ধ’র্ষ’ণ ও সাম্প্রদায়িক উস্কানির বি’রু’দ্ধে যশোরে ম’শাল মিছিল

স্বীকৃতি বিশ্বাস, যশোর: সারাদেশে ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাঙচুর, লুটপাত, চাঁদাবাজি ও উগ্র জাতীয়তাবাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে...

নিজের ট্রাক্টরে নিজেই পি’ষ্ট হয়ে নি’হত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারীতে বেপরোয়া গতিতে ট্রাক্টর ঘোরানোর সময় চালক নিজেই পিষ্ট হয়ে নিহত হয়েছেন। রৌমারী উপজেলার কাউয়ারকুড়া...