
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারত সরকারের আমন্ত্রণে সাতদিনের সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকী। তিনি নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী শ্রী জয়শঙ্কর এবং বিদেশ সচিব রনবীর জয় সওয়াল ও বিদেশ মন্ত্রকের মুখপাত্র শ্রী বিক্রম মিস্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে বৈঠক করেছেন। এবং ভারতের সঙ্গে পূনরায় কূটনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক এবং শিক্ষা ও কৃষি সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এবং ভারতের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে চায় ভারত।
আফগানিস্তানের রাজধানী কাবুলে পূনরায় ভারতের দূতাবাস চালু করতে চান ভারত। কূটনীতিকদের মতে পাকিস্তান কে চাপে রাখতে ভারতের এই কৌশল অবলম্বন করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের সঙ্গে আফগানিস্তানের দীর্ঘদিন ধরে সুসম্পর্ক রয়েছে বলে জানা ভারতের বিদেশমন্ত্রী শ্রী জয়শঙ্কর এবং বিদেশ সচিব রনবীর জয় সওয়াল। আজ সন্ধ্যায় ভারতে সফর কালে বিশ্বের বিখ্যাত উত্তর প্রদেশের মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যান এবং সেখানে উপস্থিত ছিলেন ভারতের জমিয়ত ওলামা হিন্দের সভাপতি ও তবলীগ জামাতের প্রধান ও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা আশরাফ মাদানী সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সেই সময় তার সঙ্গে ছিলেন ভারতে সফরে আসা আফগানিস্তানের বিদেশমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকী বলেছেন যে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর বিখ্যাত মাওলানা হাফেজ ও কারী তৈরি করার প্রতিস্টান।এখান থেকে পৃথিবীর বিখ্যাত মাওলানা ও মুফতি এবং কারী ও হাফেজ তৈরি হয়। এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের হেদায়েত দান করেন।
এই মাদ্রাসার সঙ্গে আফগানিস্তানের বর্তমান বহু মাওলানা ও মুফতি এবং কারী ও বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরে থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভ্রমণ কালে মাদ্রাসার বিভিন্ন যায়গায় ঘুরে দেখেন। এবং বৈঠক শেষে দোয়া করে দিল্লীর উদ্দেশ্য যাত্রা করেন।